প্রথম মহিলা প্যাডলার হিসেবে প্যারালিম্পিকে পদক নিশ্চিত ভাবিনার, খুশির জোয়ারে ভাসছে ভারত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টোকিও অলিম্পিকের মতই প্যারালিম্পিকেও দুর্দান্ত শুরু করলো ভারত। অলিম্পিকে এবার ভারতের প্রথম পদক এসেছিল ভারোত্তোলনে মীরাবাঈ চানু হাত ধরে। এবার টোকিও প্যারালিম্পিকেও ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন মহিলা প্যাডলার ভাবিনা প্যাটেল। আমেদাবাদের ভবানীকে নিয়ে শুরু থেকেই আশায় বুক বেধে ছিল ভারতীয় দল। এবার রিও প্যারালিম্পিকের সোনা জয়ী খেলোয়াড় সার্বিয়ার বরিসলাভ রানকোভিসকে ৩-০ সেটে হারিয়ে পদক নিশ্চিত করলেন ভাবিনা।

১৯ মিনিটের প্রতিযোগিতায় আজ তার প্রতিপক্ষকে ১১-৫, ১১-৬ ও ১১-৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। গ্রুপ এ ম্যাচ অবশ্য খুব ভালো যায়নি তার জন্য। সে ম্যাচে চীনের ঝাউ ইংয়ের হাতে পরাজিত হতে হয়েছিল ভাবিনাকে। তবে ভারতের হয়ে ফের একবার দুর্দান্ত কামব্যাক করলেন এই প্যাডলার। জানিয়ে রাখি, তৃতীয় স্থানের জন্য কোন খেলা হয়না প্যারালিম্পিকে। তাই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পদক জয় করবেন।

আর তাই আপাতত ব্রোঞ্জ নিশ্চিত ভারতের জন্য। এবার সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে ফাইনালে সোনা বা রূপোর উপর জন্য লড়বেন এই খেলোয়াড়। তবে আপাতত তার এই পদক জয়ে ভীষণরকম খুশি সকলেই। কারণ ভাবিনা যে শুধু ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন তাই নয়, তিনিই ভারতের প্রথম মহিলা প্যাডলার যিনি পদক জিতে নিলেন প্যারালিম্পিক থেকে।

টোকিও অলিম্পিকে এবার মোট সাতটি পদক জিতে নিয়েছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। সকলের আশা, প্যারালিম্পিকেও একই রকম সুন্দর প্রদর্শন উপহার দেবে ভারত।

 

সম্পর্কিত খবর

X