করোনার মধ্যেও কেন ভবানীপুরেই উপনির্বাচন? কারণ জানাল কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে খুশির হাওয়া তৃণমূলে। বহু প্রতীক্ষিত ভবানীপুর কেন্দ্রে এবার উপনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। পাশাপাশি আরও দুটি কেন্দ্রেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে। এমাসের ৩০ সেপ্টেম্বর ভবানীপুর সহ বাংলার তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ৩ অক্টোবর।

কিন্তু এখন প্রশ্ন উঠছে ভবানীপুর সহ দেশের মত ৩৩টি কেন্দ্রে উপ নির্বাচন বকেয়া রয়েছে, তাহলে কেন শুধু বাংলারই তিনটি কেন্দ্রে উপনির্বাচন করানোর জন্য তৎপর হল কমিশন? এই নিয়ে যুক্তিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, দেশে করোনার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আর সেই কারণেই বাকি কেন্দ্রগুলিতে এখনই উপনির্বাচন করানো হচ্ছে না। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও বিধানসভার নির্বাচিত সদস্য নন। সংবিধান অনুযায়ী, কোনও মন্ত্রী আইনসভার সদস্য না হলে তাঁকে ৬ মাসের মধ্যে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। নচেৎ তাঁর পদ চলে যাবে।

অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন যে, বাংলায় বিশেষ করে ভবানীপুরে সময়মত উপনির্বাচন না হলে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কমিশন জানিয়েছে, রাজ্যের মুখ্যসচিব আমাদের অবগত করিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে প্রার্থী হতে চান। আর এই কারণে ওই আসনে উপনির্বাচনের জন্য সায় দেওয়া হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসনে ভোটই হয়নি। সেই কারণে ওই আসন দুটিতেও নির্বাচন করানো হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর