বাংলাহান্ট ডেস্ক: ধর্মের পথে চলার জন্য বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন, এমন অভিনেত্রীর উদাহরণ কম নেই ইন্ডাস্ট্রিতে। হিন্দু হোক বা ইসলাম, ধর্মের টানে বোধোদয় হওয়ার পর লাইট ক্যামেরা অ্যাকশনের পেশা ছেড়ে কেউ পরেছেন গেরুয়া বস্ত্র, আবার কেউ বেছে নিয়েছেন বোরখা। তালিকায় সাম্প্রতিক তম সংযোজন সহর আফসা (Sahar Afsha)।
ভোজপুরি বিনোদন জগতের নামী অভিনেত্রী চিরতরের জন্য অভিনয় জগৎকে বিদায় জানাতে চলেছেন। নিজেকে সম্পূর্ণ ভাবে ইসলামের পথে আনতে চান সহর। সোশ্যাল মিডিয়ায় নিজের এই বিরাট সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় সহর লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাখি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’
সহর আরো লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোটবেলায়ও এই ধরণের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর নির্দেশ মতোই বাকি জীবনটা কাটাতে চাই।সকলে প্রার্থনা করুন যেন আল্লাহর কৃপায় আমি সৎ জীবনযাপন করতে পারি। এখনো পর্যন্ত যে জীবনযাপন করেছি তার উপর নয়, বরং এখন থেকে যে জীবনযাপন আমি করব তার উপরে নির্ভর করেই আমাকে মনে রাখা হোক, এই কামনা করব।’
https://www.instagram.com/p/Ciz8YwBppg6/?igshid=YmMyMTA2M2Y=
এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিম মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ। তার পরের বছরেই অভিনেত্রী সানা খানও আচমকাই ইসলামের পথে চলার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, তড়িঘড়ি এক মুফতিকেও নিকাহ করে নেন তিনি। একে একে ইসলামের নিয়ম মেনে অভিনয়, গানের জগৎকে বিদায় জানাচ্ছেন তারকারা।