ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, সেই IPS অফিসারকে হোমগার্ডে বদলি করল নবান্ন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্যের তিন IPS অফিসারকে ডেপুটেশনে ডেকে পাঠানো হয়। তিনজনের পদও ঠিক করে দিয়েছিল কেন্দ্র। কিন্তু রাজ্য ওই তিন অফিসারকে ছাড়তে রাজি নয়। নবান্ন জানিয়েছিল যে, রাজ্যে আইএএস আর আইপিএস অফিসারের সংখ্যা কম, তাই এদের ছাড়া সম্ভব নয়। নবান্নের সমস্ত আপত্তি উড়িয়ে IPS প্রবীণ ত্রিপাঠীকে SSB-তে, রাজীব মিশ্রকে ITBP-তে আর ভোলানাথ পাণ্ডেকে BRPD-তে পোস্টিং দেয় অমিত শাহের মন্ত্রক।

আরেকদিকে, কেন্দ্রের তরফ থেকে আইপিএস অফিসারদের পোস্টিং দেওয়ার পর আজ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে বদলি করা হল। ওনাকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার থেকে হোমগার্ডে বদল করল নবান্ন।

X