বাংলাহান্ট ডেস্ক: বাদাম বিক্রি করার ফাঁকে গেয়েছিলেন ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’ (Kacha Badam)। সেই কয়েক কলি গান এখন ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রাতারাতি তারকা হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের দুবরাজপুরে তাঁর এখন আলাদাই খাতিরদারি।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘ভাইরাল’ শব্দটির সঙ্গে এখন সকলেই পরিচিত। একটি ভিডিও যে একজন সাধারন মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ রানু মণ্ডল, ভুবন বাদ্যকররা। বাদামের বিক্রি ভাল হওয়ার জন্য নিজের সুবিধার্থে গান বেঁধেছিলেন ভুবন। গেয়েওছিলেন তিনি।
সে গান যে কেমন করে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল তা জানার সাধ্য কারোর নেই। কিন্তু জনপ্রিয়তার চূড়ায় উঠে গিয়েছে ভুবন। তাঁর গানের রিমিক্স ভার্সনে কোমর দোলাচ্ছেন আট থেকে আশি। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবনের জনপ্রিয়তা। এবার বাদাম বিক্রির পেশা ছেড়ে দেওয়ার ঘোষনা করলেন তিনি।
বীরভূমের ইলামবাজারের সংস্থা গোধূলিবেলা মিউজিক কোম্পানির সঙ্গে তিন লক্ষ টাকার চুক্তি করেছেন ভুবন। উল্লেখ্য, এই কোম্পানিই তাঁর গানটিকে প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। বাকিটা সকলেরই জানা। এবার ভুবনের সঙ্গে ব্যবসায়িক সখ্যতার পরিসর আরেকটু বাড়ালো ওই সংস্থা।
বৃহস্পতিবার ভুবনের গানের কপিরাইট নিয়ে নিল গোধূলিবেলা মিউজিক সংস্থা। এখন থেকে যেই তাঁর গান ব্যবহার করার চেষ্টা করুক না কেন, আগে আইনি পরামর্শ নিতে হবে তাদের থেকে। ইতিমধ্যেই চুক্তির দেড় লক্ষ টাকা হাতে পেয়ে গিয়েছেন ভুবন। আগামী সপ্তাহে পাবেন বাকি টাকাটা। খুশিতে ডগমগ ভুবন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বাদাম কাকু’ বলেন, এখন তিনি সেলিব্রিটি। তাই আর বাদাম বেচবেন না। কারণ এখন আর কেউ বাদাম কিনবেন না তাঁর কাছ থেকে। ভুবন বলেন, বিদেশেও তাঁর গান বাজছে। সবাই নাচছে। দিল্লি, মুম্বই থেকে ডাক পাচ্ছেন। বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয় ‘কাঁচা বাদাম’। কিন্তু স্ত্রীর আপত্তি! কাঁচুমাচু মুখে ভুবন বলেই দিলেন, “আমার তো বাংলাদেশ যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বৌয়ের ভয়ে যেতে পারছি না।”