গান ছেড়ে ফের বাদাম বিক্রি? নাক কান মুলে কাঁদতে কাঁদতে গ্রামে ফিরলেন ভুবন

বাংলাহান্ট ডেস্ক: এ গ্রাম সে গ্রাম ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতে করতেই রাতারাতি পরিচিতি। স্বরচিত ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জন্য জনপ্রিয়তার চূড়ায় ওঠেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের অখ্যাত কুড়ালজুড়ি গ্রামের ততোধিক অখ্যাত বাদাম বিক্রেতা ভুবন বাইরের দেশেও পরিচিত হয়ে ওঠেন ‘বাদাম কাকু’ হিসেবে। একটি ভাইরাল গানের জোরে আমূল পরিবর্তন আসে তাঁর জীবনযাত্রায়।

দিন আনা দিন খাওয়া পরিস্থিতি থেকে সুখের মুখ দেখতে শুরু করেন ভুবন। কাঁচা বাদাম গেয়ে পাওয়া টাকা দিয়ে নিজের জীবনটা ধীরে ধীরে গুছিয়ে নিতে শুরু করেছিলেন তিনি। কাঁচা বাড়ি ছেড়ে একটা পাকা বাড়ি বানিয়েছিলেন। কিনেছিলেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। অনুষ্ঠানে ডাক পেয়েও টুকটাক লাভ হচ্ছিল ভুবনের। একটি আইফোনও উপহার পেয়েছিলেন তিনি।

bhuban badyakar 3

কিন্তু সবকিছুর ভাল দিকের সঙ্গে খারাপ দিকটাও রয়েছে। কাঁচা বাদামের দৌলতে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে জুড়ে যায় উটকো ফ্যাসাদও, যার জেরে এতদিন নিজের বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ভুবন। শেষমেষ এতদিন পর আবারো নিজের বাড়িতে ফিরলেন ভুবন আর ঘোষণা করলেন, আর গাইবেন না কাঁচা বাদাম।

এতদিন ধরে দুবরাজপুরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন ভুবন। নিজের বাড়ি থাকা সত্ত্বেও সেখানে থাকতে পারছিলেন না তিনি। ভুবনের অভিযোগ, তাঁর খ্যাতির জেরে পাশের গ্রামের কিছু উটকো লোকজন এসে তাঁর বাড়িতে চড়াও হত। নানান অজুহাত দিয়ে টাকা আদায় করত। একবার নাকি তাঁর ফোন নিয়েও চলে গিয়েছিল তারা। দৌরাত্ম্য থেকে বাঁচতেই বাড়ি ছেড়ে পালান ভুবন।

কিন্তু ভাড়াবাড়িতে গিয়েও রেহাই পাননি ভুবন। কিছুদিন আগে এক বাংলাদেশি ইউটিউবার এসে তাঁকে যা নয় তাই বলে গিয়েছে। ভুবনের টাকার গরম হয়েছে বলেও অভিযোগ করেছে। পরপর এসব ঘটনায় মানসিক ভাবে ভেঙে গিয়েছেন ভুবন। তাই আবারো ভাড়া বাড়ি ছেড়ে নিজের গ্রামের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদার জোরজুলুমের ভয় রয়েছে। তবে দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়ে রেখেছেন তিনি।

সংবাদ মাধ্যমের কাছে কাঁদো কাঁদো ভুবন বলেন, তিনি হয়তো আর কোনোদিনই কাঁচা বাদাম গাইতে পারবেন না। নিজেকে অশিক্ষিত বলে দাবি করে তিনি বলেন, গান গাওয়ার ইচ্ছা তাঁর আগেও ছিল। এখনো আছে। যদি ঈশ্বরের করুণা হয় তাহলে আবার আগের মতো খ্যাতি পাবেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর