আলুপোস্ত বৌদির সঙ্গে ‘চু কিতকিত’ খেলবেন বাদাম কাকু! ভাইরাল ভুবনের নতুন গানের টিজার

বাংলাহান্ট ডেস্ক: আলুপোস্ত রেঁধেও যে ভাইরাল (Viral) হওয়া যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন রিম্পি (Rimpi)। ‘উত্তেজক’ পোশাকে আলুপোস্ত, ডিম কষা রেঁধে রাতারাতি চর্চায় উঠে এসেছিলেন রিম্পির মতো সুন্দরীরা। নেটনাগরিকরা নাম দিয়েছিল ‘আলুপোস্ত বৌদি’। যদিও তাঁর আসল নাম স্নেহা কর্মকার (Sneha Karmakar)। তিনিই এবার জুটি বাঁধতে চলেছেন ভুবন বাদ‍্যকরের (Bhuban Badyakar) সঙ্গে।

হ‍্যাঁ, ‘কাঁচা বাদাম’ খ‍্যাত ভুবন বাদ‍্যকরের কথাই বলা হচ্ছে। একটি গানের জন‍্য পরিচিতি পেলেও সেই জনপ্রিয়তা ধরে রাখতে নিত‍্য নতুন গান বাঁধছেন ভুবন। এমনি একটি গান হল ‘চু কিত কিত’। টাইমস  বাংলা মিউজিক লেবেলের আসন্ন মিউজিক ভিডিওর টিজারে নজর কেড়েছেন ভুবন রিম্পি।

Bhuban
টিজারে ভুবনকে ঝাঁ চকচকে নতুন অবতারে দেখা গিয়েছে। হলুদ পাঞ্জাবি, নীল প‍্যান্ট, চোখে রঙিন সানগ্লাস আর গলায় গামছা জড়িয়ে বাইক চালিয়ে আসছেন তিনি। তারপরেই এনট্রি লাস‍্যময়ী রিম্পির। তাঁকে দেখা গিয়েছে চেনা রূপেই।

টিজার নিয়ে ইতিমধ‍্যেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আলুপোস্ত বৌদি আর বাদাম কাকু, জুটিটা ভালোই জমবে, মন্তব‍্য রসিক নেটনাগরিকদের। একজন লিখেছেন, আলুপোস্তর সঙ্গে কাঁচা বাদাম। তবে অনেকেই ক্ষুব্ধ টিজার দেখে। খেটে খাওয়া মানুষটাকে জোকার বানিয়ে ছেড়েছে সমাজ, মন্তব‍্য জনৈক নেটনাগরিকের।

https://www.instagram.com/reel/CfyAlLNh-Lm/?igshid=YmMyMTA2M2Y=

ভুবন বাদ‍্যকর আর রিম্পি দুজনেই সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল মানুষদের তালিকায় রয়েছেন। কিন্তু সে জনপ্রিয়তা ক্রমেই কমছে। তাই চর্চায় থাকার জন‍্য নিত‍্যনতুন কনটেন্ট আনছেন দুজনেই। তবে এটা একটু বেশি বেশিই হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। খ‍্যাতি পেতে ভুবনের মতো সহজ সরল মানুষকে টেনে নীচে নামানো হচ্ছে, মত একাংশের।

Niranjana Nag

সম্পর্কিত খবর