বাংলাহান্ট ডেস্ক: একা ‘কাঁচা বাদাম’এ (kacha badam) রক্ষা ছিল না, এবার দোসর হল বাঙালি স্পাইডারম্যান (spider man)। বীরভূমের ভাইরাল কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করলেন বাঙালি স্পাইডার ম্যান। যে সে গান নয়, কাঁচা বাদামের একেবারে র্যাপ ভার্সন! বছরের শেষ লগ্নে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে কাঁচা বাদাম ও স্পাইডার ম্যানের যুগলবন্দি।
বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরকে চেনেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর। ২০২১ এর ভাইরাল গানের তালিকায় অন্যতম তাঁর ‘কাঁচা বাদাম’। নিজের সুবিধার জন্যই এই গান বেঁধেছিলেন বাদাম বিক্রেতা ভুবন। বাইকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান শুনে এগিয়ে আসতেন অনেকে। সে গান যে কীভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তা বোঝার সাধ্যি নেই কারোর।
ভুবন ভাইরাল হওয়ার পরেই ছড়িয়ে পড়ল বাঙালি স্পাইডার ম্যানের জনপ্রিয়তা। বীরভূমের রাস্তায় রাস্তায় ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতে দেখা গিয়েছিল স্পাইডার ম্যানের পোশাক পরা এক যুবককে। জনপ্রিয়তা পেতেই এবার গানের আসল স্রষ্টার সঙ্গে ভিডিও বানিয়ে ফেললেন তিনি।
আসলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাঁচা বাদামের র্যাপ ভার্সন। সেই গানটির সঙ্গেই নেচেছেন ভুবন বাদ্যকর ও বাঙালি স্পাইডার ম্যান। তাঁর হাতে মাইক এবং ভুবনের হাতে স্পিকার। চোখে সানগ্লাস এঁটে স্পাইডার ম্যানের সঙ্গে নেচেছেন ভাইরাল ‘বাদাম কাকু’। ইউটিউবে ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল।
অপরদিকে কাঁচা বাদামের রিমিক্স ভিডিও ভাইরাল হতেই ট্রোল করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। একজনের কটাক্ষ, ‘টিকটকাররা প্রয়োজনে দেহও দিতে রাজি ভুবনদারে।’ আরেকজন লিখেছেন, ‘মাথার তিলকটা মুছে নিন। অপমান হয়’। এমনকি একজন রানু মণ্ডলের সঙ্গেও তুলনা করেছেন ভুবন বাদ্যকরের। তবে অনেকের মতে, সাধাসিধা মানুষটাকে দিয়ে এসব না করালেই নয়!