Viral Video: ‘কাঁচা বাদাম’এর বিপুল জনপ্রিয়তার পর এবার নতুন ভার্সন, গঙ্গার বুকে নৌকার উপরে গান ধরলেন ভুবন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar) নামটার সঙ্গে এখন আপামর ভারতবাসী পরিচিত। ২০২১ এ নেটদুনিয়ায় ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) ঝড় তিনিই এনেছিলেন। বীরভূমের এক অখ‍্যাত গ্রামের বাদাম বিক্রেতার মুখে মুখে বাঁধা গান ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। ভাইরাল শব্দের অর্থ জানতেন না ভুবন। জানতেন না তিনি কোন মাত্রায় জনপ্রিয়। জনপ্রিয়তাকে কীভাবে কাজে লাগাতে হয়।

যখন জানলেন তখন আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান বেঁধেছেন ভুবন, গেয়েওছেন। কিন্তু যে গান তাঁকে এত জনপ্রিয়তা দিল তাকে ভুলতে পারেননি তিনি। সম্প্রতি ভুবন জানিয়েছিলেন, কাঁচা বাদাম এর একটি দ্বিতীয় ভার্সন আনতে চলেছেন তিনি।


মিউজিক ভিডিওর যেটুকু অংশ ভাইরাল হয়েছে সেখানে এক পানশালায় হারমোনিয়ম নিয়ে বসে গান গাইতে দেখা গিয়েছিল ভুবনকে। এবার গঙ্গাবক্ষে নৌবিহারে বেরিয়ে কাঁচা বাদাম নতুন ভার্সনটি গেয়ে শোনালেন তিনি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক ইউটিউবারের সঙ্গে গঙ্গার উপরে নৌকা করে ঘুরছেন ভুবন ও তাঁর স্ত্রী।

গঙ্গার বুকের উপরেই গান ধরেন ভুবন, ‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’। কাঁচা বাদামের এই নতুন ভার্সনটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তবে মিউজিক ভিডিওটি কবে প্রকাশ‍্যে আসবে তা জানা যায়নি এখনো।

সম্প্রতি নিজের ইউটিউব চ‍্যানেলের একটি ভিডিওতে দিল্লি যাওয়ার খবর জানিয়েছিলেন ভুবন। সেখানে একটি স্টেজ শো হতে চলেছে তাঁর। ভাঙা ভাঙা হিন্দিতেই কথা বলতে শোনা গিয়েছিল ভুবনকে। দাদাগিরি থেকে আনা ট্রোফি দেখিয়ে তিনি জানান, তাঁর হাতে একদম সময় নেই এখন কারোর সঙ্গে কথা বলার।

আক্ষরিক অর্থেই ‘সেলিব্রিটি’ হয়ে গিয়েছেন ভুবন। কিছুদিন আগেই গায়ক কেশব দে এর মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল ভুবন ও তাঁর স্ত্রীকে। অতি সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে কেশব ও ভুবনের নতুন মিউজিক ভিডিও ‘হবে নাকি বৌ’।

যার ট‍্যাগলাইন ‘তোমায় কাঁচা বাদাম কিনে দেব, হবে নাকি বৌ?’ একদিকে কেশব, আরেক পাশে সুন্দরী পায়েল মুখোপাধ‍্যায়কে নিয়ে মধ‍্যমণি হয়ে নেচেছেন ভুবন বাদ‍্যকর। আর বিশেষ অ্যাপিয়ারেন্স ছিল ‘বাদাম কাকিমা’ আদুরিরও।

সম্পর্কিত খবর

X