বাংলাহান্ট ডেস্ক: রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে যাওয়া কাকে বলে তা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) বুঝিয়ে দিয়েছেন। বীরভূমের এক অখ্যাত গ্রাম থেকে আজ তিনি হিল্লিদিল্লি করে বেড়াচ্ছেন। সবটাই একটি গানের জোরে। বাদাম বিক্রির সুবিধার জন্য বাঁধা একটি গান যে তাঁর ভাগ্য এভাবে বদলে দিতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি ভুবন।
গত কয়েক মাস ধরে নেটপাড়া কাঁপাচ্ছে ‘কাঁচা বাদাম’। ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’, সুর ও তালের মিশেলে এই সামান্য ছড়াগান এখন র্যাপ গানে পরিণত হয়েছে। আর সেই তালেই কোমর দোলাচ্ছেন তারকা থেকে আমজনতা।
প্রথম প্রথম যোগ্য স্বীকৃতি না পেলেও এখন সকলে একডাকে চেনে ভুবনকে। বিভিন্ন চ্যানেলের নন ফিকশন শোগুলিতেও অতিথি হয়ে এসেছেন তিনি। সম্প্রতি স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’তে এসেছিলেন বাদাম কাকু। সঙ্গে ছিলেন কাকিমাও। শোয়ের মঞ্চে জীবন বদলানোর গল্প শোনান ভুবন।
শোয়ের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভুবন ও তাঁর স্ত্রী। যে ‘কাঁচা বাদাম’ গান তাঁর কণ্ঠে জনপ্রিয়, সেটা ছাড়াও অন্য একটি গান গেয়ে শোনান ভুবন। পাশে বসেছিলেন স্ত্রী। ভুবন বলেন, ঈশ্বরের কৃপায় জীবন অনেক বদলে গিয়েছে তাঁর। এখন অনেক শো, অনুষ্ঠানে ডাকা হচ্ছে তাঁকে। নতুন নতুন গানও রেকর্ড করছেন ভুবন।
ছোট থেকেই দিনমজুরের কাজ করতেন ভুবন। পরিশ্রমের কাজ। কিন্তু একটা সময় সংসারের অভাব ছাপিয়ে যায় রোজগারকে। কাজও পেতেন না। তারপর থেকেই শুরু করেন বাদাম বিক্রির কাজ। একদিন গুদামে গিয়ে তিনি দেখেন ভাঙা মোবাইল, হাঁসের পালক, ছেঁড়া চুল বিক্রি হচ্ছে।
তারপর থেকে বাদাম বেচার সময় বলতেন, পালক, ছেঁড়া চুল থাকলে দিয়ে যাবেন। বদলে সমান ওজনের বাদাম পাবেন। তার সঙ্গে যোগ হল সিটি গোল্ডের চেন, পায়ের তোড়া। এভাবেই একটা গান বানিয়ে সুর দিয়ে গাইতে শুরু করলেন ভুবন, যা এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ভুবন। কিনেছেন স্মার্টফোন, সেকেন্ড হ্যান্ড গাড়ি। সেই গাড়ি নিয়ে গানও লিখে ফেলেছেন ভুবন। সম্প্রতি মুম্বইয়ে গিয়ে সেই গান রেকর্ড করে এসেছেন তিনি।