তাল কেটে গেল! ইমনের ‘বসন্ত উৎসবে’ কাঁচা বাদাম শুনে ‘বাংলার সংষ্কৃতি’ নিয়ে চিন্তিত নেটবোদ্ধারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খ‍্যাতির সঙ্গে পাল্লা দিয়ে আসে নিন্দা। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)। তাঁর রচিত এবং গাওয়া ‘কাঁচা বাদাম’ যেমন তাঁকে ভাইরাল করেছে, তেমনি কিছু মানুষের চক্ষুশূলও করে তুলেছে। শহরের অভিজাত রেস্তোরাঁয় ভুবনের ‘কাঁচা বাদাম নাইট’ তীব্র সমালোচিত হয়েছিল। এবার ইমন চক্রবর্তী (Iman Chakraborty) আয়োজিত ‘বসন্ত উৎসব’এ গান গেয়েও কটাক্ষের মুখে পড়লেন ভুবন।

গত ২৬ ফেব্রুয়ারি লিলুয়ায় প্রতি বছরের মতোই বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন। তাঁর এই বসন্ত উৎসব উপলক্ষে ব‍্যাপক হই হুল্লোড় হয়। আসেন নামী দামী গায়ক গায়িকা থেকে নতুন যুগের উঠতি শিল্পীরাও। নাচে গানে জমজমাট আসর বসিয়ে দেন ইমন।


এবার সেই শিল্পীদের মাঝেই জায়গা করে নিয়েছিলেন ভুবন বাদ‍্যকর। উৎসবের সঙ্গে রঙ মিলিয়ে হলুদ পাঞ্জাবি, নীল জহর কোট ও ট্রাউজারে সেজে মঞ্চে ওঠেন তিনি। ভুবনের ‘কাঁচা বাদাম’ গানের তালে কোমর দোলান ইমনও। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে মুখ বেঁকালেন নেটনাগরিকদের একাংশ।

অনেকের দাবি, অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। কিন্তু এই জায়গাটায় তাল কেটে গিয়েছে। একজন আবার লিখেছেন, অন‍্যান‍্য শিল্পীদের মাঝে ভুবনের ছবিটাই যেন বেমানান। এখানেই শেষ নয়। গায়ক রুদ্রনীল গুহ ভুবনের গান গাওয়ার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেখাও ধেয়ে আসে নেতিবাচক মন্তব‍্য। ‘বাঙালির সংষ্কৃতি’ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।


পালটা উত্তর দিয়েছেন রুদ্রনীলও। ভুবনের গাওয়া আরো একটি গানের ভিডিও জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘কাঁচা বাদাম গানটা নিয়ে যারা নিজেদের মতো করে মতামত দিচ্ছেন তাদের বলছি, বাংলার সংষ্কৃতি বা একজন শিল্পীর রুচি অতটা ঠুনকো নয় যে কিছু মতামতে সেটা ভেঙে যাবে।’

উল্লেখ‍্য, এদিন ‘কাঁচা বাদাম’ ছাড়াও জনপ্রিয় লোকগান ‘এমন মনের মানুষ পেলাম না রে যে আমায় ব‍্যথা দিল না’ও গেয়েছেন ভুবন। বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব‍্য না করলেও রুদ্রনীলের পোস্টে নীরব সমর্থন করেছেন ইমন।

সম্পর্কিত খবর

X