বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার কী কেরামতি! গ্রামে গ্রামে ঘুরে যিনি বাদাম বিক্রি করতেন, একটা ভাইরাল গানের জোরেই তিনি আজ জনপ্রিয় শিল্পী। ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) নাম আজ জানে গোটা বিশ্ব। ‘বাদাম কাকু’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি। ‘কাঁচা বাদাম’ এর পরেও আরো গান গেয়েছেন ভুবন। তবে কাঁচা বাদামের কাছাকাছি পৌঁছাতে পারেনি কোনোটাই।
সম্প্রতি আরো একটি গান বেঁধেছেন ভুবন। পুরনো মাটির বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়িতে থাকছেন এখন তিনি। অবশ্য সেটাকে বাড়ি না বলে অট্টালিকা বলাই ভাল। ৬ লাখ টাকা খরচ করে দো তলা বাড়ি বানাচ্ছেন ভুবন। সে বাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য।
এতদিন যে বাড়িটায় পরিবারকে নিয়ে থাকতেন ভুবন, সেটা ছিল মাটির কাঁচা বাড়ি। অনেকদিন থেকেই একটা ঘরে সকলে মিলে মাথা গুঁজে থাকতেন কোনো মতে। কিন্তু সে বাড়ির ঝড়জলে এখন বেহাল দশা। তাই সাধের পাকা দোতলা বাড়ি বানাচ্ছেন ভুবন।
পুরনো খড়ের চালের কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের নতুন পাকা বাড়ি। রীতিমতো যত্ন নিয়ে বাড়ি তৈরি করছেন তিনি। ঢালাই হয়ে গিয়েছে, ভেতরে কয়েকটি ঘরে ভুবনের পছন্দ মতো নীল রঙের টাইলসও বসে গিয়েছে। এক ইন্টিরিয়র ডিজাইনার নাকি নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতরটা সুন্দর করে সাজানোর জন্য।
আপাতত ঝড়বৃষ্টির জন্য সকলে মিলে পাকা বাড়িতে থাকলেও দাদা রা পরে পুরনো মাটির বাড়িতেই গিয়ে উঠবে। আর স্ত্রীকে নিয়ে ভুবন থাকবেন অট্টালিকায়। যাতায়াত অবশ্য থাকবে। এখনো পর্যন্ত বাড়িটি বানাতে ৬ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ভুবন।
নিজের মনের মতো করে বাড়ি বানাচ্ছেন। খরচ তো একটু হবেই। পরে আরো টাকা লাগতে পারে বলেও জানিয়েছেন বাদাম কাকু। সেকেন্ড হ্যান্ড চারচাকা যখন কিনেছিলেন তা নিয়ে গান বেঁধেছিলেন ভুবন। আর নতুন বাড়ি নিয়ে গান হবে না তা কি হয়? ইতিমধ্যেই দু কলি গান বেঁধে ফেলেছেন ভুবন, ‘ছিল না আমার বাসাবাড়ি, এখন হল পাকাবাড়ি’।