ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এই ৮ তৃণমূল নেতাকে তলব NIA-র! নাম সামনে আসতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের ৩ ডিসেম্বরের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ (Bhupatinagar Blast Case) ঘটায় প্রাণ হারান ৩ জন। এবার এই মামলাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৮ জন নেতা-কর্মীকে তলব করল তদন্তকারী সংস্থা NIA। এর আগেও একবার নোটিশ পাঠানো হয়েছিল, তবে সেদিন কেউ উপস্থিত হননি। তাই ফের একবার নোটিশ পাঠানো হল তাঁদের।

ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্ত প্রথমে পুলিশ করছিল। পরবর্তীকালে তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে। এর আগেও এই মামলায় একাধিক ব্যক্তির প্রশ্নোত্তরের সম্মুখীন হয়েছেন। এবার তৃণমূলের (TMC) ৮ নেতা-কর্মীকে তলব করল গোয়েন্দারা। নিউটাউনের NIA দফতরে তাঁদের হাজির হতে বলা হয়েছে বলে খবর। ভূপতিনগর বিস্ফোরণের মামলায় উক্ত ৮ ব্যক্তিকে জেরা করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।

২০২২ সালের এই বিস্ফোরণ মামলায় যে ৮ তৃণমূল (Trinamool Congress) নেতা-কর্মীকে তলব করা হয়েছে তাঁদের নাম হল নবকুমার পাণ্ডা, মিলন বার, সুবীর মাইতি, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, শিবপ্রসাদ গায়েন, বলাইচরণ মাইতি, অনুব্রত জানা এবং মানবকুমার বড়ুয়া। জানা যাচ্ছে, প্রথম নোটিশ পাওয়ার পর এই আটজনের কেউ NIA-র দফতরে হাজির হননি। কেউ নিজে, কেউ আবার আইনজীবীর মাধ্যমে খবর পাঠিয়েছিলেন হাজিরা না দেওয়ার কথা। সূত্রের খবর, অনেকে আবার ভোটের কাজে ব্যস্ত আছেন বলেও জানিয়েছিল।

আরও পড়ুনঃ গোপন ‘খাজানা’! এই ‘রাঘব বোয়ালে’র সন্ধানেই বারবার সন্দেশখালি হানা দিচ্ছে CBI

প্রথমবার তলব করায় না আসায় NIA-র তরফ থেকে ফের একবার তলব করা হল তাঁদের। জানা যাচ্ছে, দ্বিতীয় নোটিশ প্রসঙ্গে এখনও অবধি ৮ জনের কেউ কোনও উত্তর দেননি। একদিকে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় জোড়াফুল শিবিরের নেতা-কর্মীকে তলব করেছে NIA। অন্যদিকে বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ।

nia summons three tmc leaders in purba medinipur bhupatinagar blast case

তৃণমূল নেতার দাবি, NIA এসপি ডি আর সিংয়ের নিউটাউনের বাড়িতে দুই বিজেপি প্রার্থীর বৈঠক হয়েছে। অন্যদিকে নিজাম প্যালেসে অফিসারদের সঙ্গে পদ্ম-শিবিরের আর একজন নেতা বৈঠক করেছেন বলে দাবি করেন তিনি। কুণালের অভিযোগ, অভিযান চালানো এবং তৃণমূল নেতাদের গ্রেফতার করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। পাল্টা দিয়েছে বিজেপিও।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর