বাংলাহান্ট ডেস্ক: সাংষ্কৃতিক জগৎ থেকে দুঃসংবাদ আসার বিরাম নেই। বলিউডে অভিনেতা হরিশ মাগোনের মৃত্যু সংবাদ আসার পর এবার আরো এক মর্মান্তিক দুঃসংবাদে শোকের পরিবেশ তৈরি হয়েছে বিনোদন জগতে। প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ছোট বোন গায়িকা সুদক্ষিণা শর্মা (Sudakshina Sharma)। সোমবার গুয়াহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন সুদক্ষিণা শর্মা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ২৩ জুন তাঁকে ভর্তি করা হয় গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের পরিশ্রম সার্থক করে সুস্থতার লক্ষণ দেখাচ্ছিলেন প্রবীণ শিল্পী।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়াতে আইসিইউ ছেড়ে কেবিনে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু গতকাল রবিবার আবারো অবস্থার অবনতি হয় তাঁর। আর কোনো সুযোগ না দিয়েই সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদক্ষিণা শর্মা। আজই তাঁর মরদেহ নিয়ে আসা হবে বাসভবনে। সেখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন তাঁর পরিবারের সদস্য এবং অনুরাগীরা।
জানা গিয়েছে, শিল্পী মরণোত্তর নিজের চক্ষু এবং দেহ দানের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে। তাই শ্রদ্ধা জ্ঞাপনের পর গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে অসমের সঙ্গীত জগতে। শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সঙ্গীত মনস্ক পরিবারে জন্ম হওয়ায় ছোট থেকেই গানের চর্চা ছিল সুদক্ষিণা শর্মার। বড় দাদা ভূপেন হাজারিকার সঙ্গেই ছোটবেলা থেকে গান গাইতেন তিনি। শুধু অসম নয়, বাংলাতেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদক্ষিণা শর্মা। অসম সাংষ্কৃতিক জগতের বিশিষ্ট নাম বিষ্ণু রাভার তত্ত্বাবধানে কলকাতায় এসে গ্রামোফোন রেকর্ড গান রেকর্ড করেছিলেন তিনি।
একাধিক অহমিয়া ভাষার ছবিতে গান গাওয়ার পাশাপাশি ১৯৪৬ সালে রাজ্যে মহাত্মা গান্ধীর সফরের সময় সঙ্গীত পরিবেশন করেছিলেন সুদক্ষিণা শর্মা। পেয়েছিলেন গান্ধীজির আশীর্বাদ। পরবর্তীকালে কলকাতার শিল্পী দিলীপ শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুদক্ষিণা শর্মা। সাংষ্কৃতিক জগতে বিরাট অবদান রয়েছে শর্মা দম্পতির।