T-20তে ইতিহাস ভুবনেশ্বর কুমারের, প্রথম ভারতীয় বোলার হিসাবে গড়লেন এমন কীর্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে চিন্নাস্বামীতে খেলা যায়নি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে নিউ দিল্লি এবং কটকের জয় পেয়েছিল তেম্বা বাভূমার দল। কিন্তু তারপর রাজকোট এবং ভাইজাগে পরপর দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। শেষ ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় আফসোস করেছেন অনেকেই। তবে এই চারটে ম্যাচের মধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন একজন ভারতীয় তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাদ দিলে বাকি তিনটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। এই মুহূর্তে ভারতীয় দলের তিন ফরম্যাটেই প্রধান প্রেসার হলেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। কিন্তু দু’জনকেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল যার ফলে ভারতকে যে বিপত্তিতে পড়তে হয়নি তেমন নয়। কিন্তু তাদের অনুপস্থিতিতে সিনিয়র বোলারের ভূমিকা একদম যথাযথভাবে পালন করেছেন ভুবনেশ্বর কুমার। চারটি ম্যাচে তিনি মোট ৬ উইকেট নিয়েছেন। আরে দুর্দান্ত পারফরম্যান্স এর পুরস্কার স্বরূপ তাকে সিরিজের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয়েছে।

bhuvneshwar kumar

আর ঠিক এখানেই গড়ে উঠেছে একটি নতুন রেকর্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে দুটি টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্যা সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছেন ভুবনেশ্বর। এর আগে 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন ভুবি। তার চার বছর পরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বের ম্যান অব দ্যা সিরিজ হলেন তিনি।

ভুবনেশ্বর কুমার যখন প্রথম ভারতীয় দলে এসেছিলেন তখন তিনি কেবলমাত্র ছিলেন একজন সুইং বিশেষজ্ঞ। তার বলেন সুইংয়ে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। তারপর দিন যত গড়িয়েছে ভুবনেশ্বর কুমার তার অস্ত্রাগারে আরো অস্ত্র জমা করেছেন। গতি বাড়িয়ে ঘন্টায় ১৪০ কিলোমিটার এর কাছাকাছি বোলিং করেছেন। তার হাতে রয়েছে বুমরার মত নিখুঁত না হলেও যথেষ্ট উঁচুমানের ইয়র্কার করার ক্ষমতা। সেই সঙ্গে ব্যাটসম্যানদের চমকে দেওয়ার জন্য নাকল বল করতেও ওস্তাদ তিনি। অনেকেই ইতিমধ্যে তাকে বিশ্বকাপের দলে দেখতে শুরু করেছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ৬৩টি ম্যাচ খেলে ৬৪টি উইকেট নিয়েছেন ভুবি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর