যা কেউ করতে পারেননি, তেমনটাই এই T-20 বিশ্বকাপে করে দেখাচ্ছেন ভুবনেশ্বর কুমার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এখন ভারতীয় সমর্থকদের একটাই প্রার্থনা যাতে বৃষ্টি ম্যাচে বাধা না হয়ে দাঁড়ায়। অবশ্য শুধু ভারতীয় সমর্থকরাই নয়, এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সমর্থকরা। এই ম্যাচ ভারত জিতলে দুটি দলই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত যারা টুর্নামেন্টে ভালোই ছন্দে রয়েছে। এই ম্যাচে বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় দলের আরও বড় একটা ভরসা হলো ভুবনেশ্বর কুমারের ফর্ম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো অবধি অসাধারন বোলিং করেছেন এই ভারতীয় পেসার। কাল প্রোটিয়া দুর্গে হানা দিতে আরো একবার তারকা ভারতীয় পেসারের ওপর ভরসা করতে হবে রোহিত শর্মাকে।

পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স ছিল খুবই প্রশংসাজনক। এই দুই ম্যাচ মিলিয়ে তিনি ২টি উইকেট পেয়েছেন। কিন্তু তার উইকেট তোলার ক্ষমতার জন্য নয়, ভারতীয় দল তার ওপর ভরসা করছে পাওয়ার প্লে-তে বিপক্ষ দলকে বেঁধে রাখার ব্যাপারে।

bhuvi

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো অবধি মাত্র ৭ ওভার বল করেছেন ভুবনেশ্বর কুমার। এই ৭ ওভারে তিনি ৩০ টি ডট বল করেছেন। চার হজম করেছেন কেবল দুটি এবং ছক্কা একটি। রান দিয়েছেন মাত্র ৩৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন পারফরম্যান্স যে কোনও দলের সম্পদ। ডেথ ওভারে এখনো তিনি বেশি পরীক্ষিত হননি। কিন্তু শুরুর ওভারগুলোতেই তিনি যা কাজ করছেন তার নিঃসন্দেহে অনেকটা প্রশংসার দাবি রাখে।

কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রোহিত শর্মা শুরুতে রান আটকে রাখা এবং প্রয়োজনে উইকেট তোলার জন্য ভুবনেশ্বর কুমারের ওপর ভরসা করবেন। দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাকে আটকানোর গুরু দায়িত্ব থাকবে ভুবির কাঁধেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর