বাংলাহান্ট ডেস্ক: মালতী, গণশা, মায়াদের মনে আছে নিশ্চয়ই। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং নুসরত ফারিয়া (Nusrat Faria) একসঙ্গে পর্দায় এনেছিলেন ‘বিবাহ অভিযান’ (Bibaho Abhijaan)। সে ছবির চরিত্রগুলি থেকে সংলাপ সবই হিট হয়েছিল দর্শক মহলে। তিন বছর পর ফিরছে সুপারহিট ছবির সিক্যুয়েল।
২০১৯ এ মুক্তি পেয়েছিল বিবাহ অভিযান। পরিচালনার দায়িত্বে ছিলেন বিরসা দাশগুপ্ত। তবে সিক্যুয়েলের জন্য পরিচালক বদল হয়েছে। দ্বিতীয় অংশটির পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। তবে চিন্তা নেই। অভিনেতা অভিনেত্রীরা একই রয়েছেন।
পরিচালক জানিয়েছেন, আপাতত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। চিত্রনাট্য লেখা হচ্ছে। তবে সিক্যুয়েল ছবিটি নিয়ে একটু চাপেই রয়েছেন পরিচালক। কারণ বিবাহ অভিযান এর প্রথম অংশটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তাই স্বাভাবিক ভাবেই দ্বিতীয় অংশ নিয়ে প্রত্যাশা বেড়ে গিয়েছে দর্শকদের।
তাই সিক্যুয়েল ছবিটি বড় করে করার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক। পাশাপাশি বিদেশেও কিছু দৃশ্যের শুটিং করা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গণশা অর্থাৎ অনির্বাণের জেলে যাওয়া দিয়ে শেষ হয়েছিল প্রথম ছবিটি। দ্বিতীয় অংশটি শুরু হবে সেখান থেকেই। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ।
তবে প্রথম ছবির পরিচালক বিরসা দাশগুপ্তর সঙ্গে সিক্যুয়েলের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। তিনি এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। তাই এ ব্যাপারে এখন কিছুই তিনি বলতে পারবেন না বলেও জানিয়েছেন বিরসা।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বিবাহ অভিযান ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এখনো পর্যন্ত ছবিটি একই রকম জনপ্রিয় রয়েছে দর্শক মহলে। এবারে সিক্যুয়েল ছবিটি কতটা মন জয় করতে পারে দর্শকদের, কতটা ব্যবসাই বা করতে পারে সেটাই দেখার।