তথাগতর জন্মদিনে আদুরে পোস্ট বিবৃতির, রেগে আগুন নেটিজেনরা

   

বাংলাহান্ট ডেস্ক : তিনি ছোট পর্দার পরিচালক। যদিও কর্মজীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)- এর। মিডিয়া হোক কিংবা সোশ্যাল মিডিয়া তিনি বরাবরই থাকেন লাইমলাইটে। বিগত কয়েক মাস আগেই দেবলীনা দত্তের (Devlina Dutt) সঙ্গে হয়েছে বিচ্ছেদ। আর তারপর থেকেই পরিচালকের নাম জড়িয়েছে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) এর সঙ্গে।

সবেমাত্র পেরিয়েছে পরিচালকের জন্মদিন। যদিও সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীকে মোটেই শুভেচ্ছা জানাননি দেবলীনা। তবে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি লম্বা পোস্ট করেছেন বিবৃতি। তুলে ধরেছেন যুগলের ফটো।

tathagata mukherjee

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন পরিচালক’। আর এতেই রেগে আগুন হয়ে গেলে নেটিজেনরা। কমেন্ট বক্স ভরল কটাক্ষের বন্যায়। কেউ লিখলেন, ‘কেবলমাত্র পরিচালক কেন বলছ? ও তো তোমার বর’। আবার অন্য একজন লিখলেন, ‘মিথ্যে কথা বলে লাভ নেই এবার সত্যি কথাটা বলে দাও’।

যদিও এই প্রথমবার নয়। তথাগত মুখোপাধ্যায় এবং বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে মাঝে মধ্যেই সরগরম হয়ে ওঠে নেট দুনিয়ায়। আবার অনেকের মতে, দেবলীনা এবং তথাগতর সম্পর্ক ভাঙার আসল কারণই হলেন বিবৃতি। পরকীয়ায় মত্ত হয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙেছেন তথাগত। এমনটাই মত বহুজনের।

 

View this post on Instagram

 

A post shared by Bibriti Chatterjee (@bibriti)

কেরিয়ারের একদম গোড়ায় অভিনেত্রী কন্যাকুমারীকে বিয়ে করেছিলেন তিনি, মাস কয়েক যেতে না যেতেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর বন্ধু দেবলীনার হাত ধরেন তথাগত। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। তাঁদের জুটি বরাবরই ছিল সকলের প্রিয়। সেই দাম্পত্যেও ধরে ভাঙ্গন। এই বিষয় কিছুতেই মেনে নিতে পারেননি ভক্তরা। চারিদিকে ছড়িয়ে পরে তথাগত-বিবৃতির প্রেমের গুঞ্জন। তারপর থেকে সুযোগ পেলেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

Avatar
additiya

সম্পর্কিত খবর