ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে তিন লস্কর জঙ্গিকে গুলি করে খতম করল পুলিস

বাংলাহান্ট ডেস্ক : উপত্যকায় জঙ্গি দমন অভিযানে আবারও বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী (BSF)। আজ মঙ্গলবার সকালে কাশ্মীরের (Kashmir) শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে (LeT Terrorist) খতম করে কাশ্মীর পুলিস। জানা গিয়েছে, এলাকায় রুটিন টহল দেওয়ার সময় আচমকাই পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা গুলি চালায় পুলিসও। কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় তিন জঙ্গির।

কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর বেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৩ জঙ্গি। শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে গুলির লড়াই। তারপর মৃত্যু হয় ৩ জনেরই। জানা যাচ্ছে, মৃত তিনজন জঙ্গিই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। অন্য দুই জনের মধ্যে একজন লস্কর জঙ্গির নাম লতিফ লোন। মাস দুয়েক আগে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

উমর নাজির নামে অপর জঙ্গির বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে। তৃতীয় জঙ্গির পরিচয় নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিস। মৃত তিন জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। আশেপাশে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলেই কাশ্মীর পুলিসের অনুমান। পুলিস জানাচ্ছে আরও অন্তত তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে এলাকায়। আপাতত গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিসের বিরাট বাহিনী।

সম্প্রতি, কাশ্মীরে এক লস্কর জঙ্গি নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করে কাশ্মীরের প্রশাসন। আবদুল রশিদ ওরফে জাহাঙ্গির নামে পলাতক এই জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে ঘুরে সন্ত্রাসমূলক ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা গিয়েছে।উপত্যকার ডোডা জেলার খানপুরা গ্রামে রয়েছে ওই জঙ্গির বাড়ি। শনিবার সেই বাড়ি বাজেয়াপ্ত করা হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর