দিল্লির পথে কাঁটা? মঙ্গলবার দুবরাজপুর আদালতে পেশ করা হবে অনুব্রতকে, তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আজ মঙ্গলবার! বঙ্গজুড়ে টান টান উত্তেজনা। আজই কী অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে ইডি (ED) আধিকারীকরা রওনা দেবেন রাজধানীর উদ্দেশ্যে? বাংলার চৌকাঠ পেরিয়ে দিল্লির মাটিতে পা রাখবে ‘বীরভূমের বাঘ!’ এমন প্রশ্নেই এখন উত্তাল বঙ্গ। অন্যদিকে এরই মাঝে হাজির আরেক টুইস্ট। সূত্রের খবর,মঙ্গলবার তাকে তোলা হবে দুবরাজপুর আদালতে। সেই জন্য আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে সাহায্যও চেয়েছে।

কী জানা যাচ্ছে? ২০২১ সালে এক তৃণমূল কর্মীকে গলা টিপে মারার চেষ্টা করেছেন অনুব্রত, এই মর্মে সোমবার দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। এরপরই মঙ্গলবার অনুব্রতকে গ্রেফতার করে পুলিশ। প্রায় এক বছর আগে হওয়া অপরাধে একদিন আগে সোমবার ফের নতুন করে দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সূত্রের খবর সেই এফআইআর-এর ভিত্তিতেই কেষ্টকে দুবরাজপুর নিয়ে যাওয়া হয়।

anubrata

গতকাল আদালত তরফে অনুব্রতর দিল্লি যাত্রায় সায় মেলার পরই হঠাৎ কেন এক বছর পুরোনো একটি মামলায় এতটা তৎপর হয়ে উঠল পুলিশ! সেই নিয়েই উঠছে প্রশ্ন। সূত্রের খবর, আদালত যদি অনুব্রতকে পুলিস হেফাজতে নিয়ে যাওয়ার রায় দেয় সেক্ষেত্রে কিন্তু আসানসোল সংশোধনাগারেই থাকতে পারবেন তিঁনি। অন্যদিকে এরম হলে, সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তদন্তকারী সংস্থাকে। মেয়াদ শেষের পরেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণেই আজ অনুব্রতকে আদালতে তোলার চেষ্টা করছে পুলিশ। তবে কী আপাতত কিছুদিনের জন্য হলেও থমকে যাবে কেষ্টর দিল্লিযাত্রা! প্রশ্ন মিলবে আজই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর