পরিবহন ব্যবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাইকেলই হল একমাত্র হাতিয়ার, জানাল কেন্দ্র সরকার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রসার রোধে সাইকেল (Cycle) ব্যবহার কার্যকরী ভূমিকা গ্রহণ করছে, জানাল কেন্দ্র সরকার (central government)। নিজেদের প্রয়োজনে অনেক ব্যক্তিই তাঁদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। তবে এক্ষেত্রে সাইকেল ব্যবহার করলে ভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি কম থাকে এবং সামাজিক দূরত্বও বজায় থাকে।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি রাজ্যগুলোকে সাইকেলে আরোহনের উপর বেশি করে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মোটরবাইকও ব্যবহার করা যেতে পারে।

cycle

সাইকেলের ব্যবহার
সরকারি তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বে এমন অনেক শহর আছে যারা সাইকেল ব্যবহারের মাধ্যমে একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। যেমন, নিউইয়র্কে সাইক্লিস্টদের জন্য প্রায় ৬৫ কিমি দীর্ঘ নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এমনকি কলম্বিয়ায় রাতারাতি ৭৬ কিমি দীর্ঘ রাস্তা সাইকেলিং-এর জন্য নির্মাণ করা হয়েছে।

রক্ষা পাওয়া যাবে করোনা সংক্রমণের হাত থেকে
শুক্রবার এইচইউর সচিব দুর্গা শঙ্কর মিশ্র রাজ্য ও মেট্রোরেল সংস্থাগুলিকে পরামর্শ দিতে গিয়ে বললেন, দেশে সাইকেল এবং মোটরচালিত পরিবহন যথাযথ ব্যবহার এবং পুনরুদ্ধার করা উচিত। আরও জানান, ৫ কিলমিটারের মধ্যবর্তী অঞ্চলে যাওয়ার জন্য মোটরবাইক বা সাইকেল ব্যবহার করলে ভালো হবে। এতে করোনা ভাইয়ারসের সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া যাবে এবং স্বল্প ব্যয়ে যাতায়াতও করা যাবে।

মানতে হবে সামাজিক দূরত্বও
গণমাধ্যমের মাধ্যমে যাতে রোগ ছড়িয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ফোন পে, গুগল পে, পেটিএম ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংক্রমণের মাত্রা অনেক কমে যাবে। ভারতে ১৮ টি বড় শহরে ৭০০ কিলোমিটার মেট্রো রেল পরিষেবা রয়েছে। এবং ১১ টি শহরে প্রায় ৪৫০ কিলোমিটার বাসের পরিষেবা রয়েছে। এই পরিষেবা ব্যবহার করে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন মানুষজন পরিবহন করে। কিন্তু এই যাতায়াত ব্যবস্থা কিছু সময়ে মানুষের করোনা ভাইরাসের ভয়ে হ্রাস পেয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর