বাংলাহান্ট ডেস্ক: নভেম্বরেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald trump) বনাম রাষ্ট্রপতির পদপ্রার্থী জো বিডেনের (Joe Biden) মধ্যে রাষ্ট্রপতি পদের লড়াই চলছে। শুরু হয়েছে প্রথম প্রেসিডেন্টশিয়াল ডিবেট বৈঠক। প্রথম বৈঠকেই বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষেই একের পর এক ঝটকা দিলেন জো বিডেন।
প্রথম বৈঠকেই আক্রমণাত্মক ভঙ্গিতে পেশ হলেন জো বিডেন
রাষ্ট্রপতি পদপ্রার্থী দুই সদস্যের মুখোমুখি টেলিভিশন বৈঠকে জো বিডেন নাস্তানাবুদ করলেন রাষ্ট্রপতি ট্রাম্পকে। সকলের সামনে মিথ্যাবাদী বলে ডোনাল্ড ট্রাম্পকে চুপ করতে বললেন জো বিডেন। প্রথম টেলিভিশন ডিবেট বৈঠকের শুরুর মিনিটেই আক্রমণাত্মক ভঙ্গিতে পেশ হলেন জো বিডেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কথার বাণে ঘায়েল করলেন।
সর্বসমক্ষে ট্রাম্পকে করলেন অপমান
বৈঠকে প্রকাশ পেল এক সে বড়কর এক ক্ষমতা। একজন অপরজনকে ছোট করায় খেলায় মেতে ওঠে। একজনের কথার মাঝেই অন্য জন তাকে সম্মান না করেই ঢুকে পড়ে নিজের কথা শুরু করে দিচ্ছিলেন। এভাবে চলতে চলতে আচমকাই জোর গলায় ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে জো বিডেন বলে ওঠেন, ‘আপনি একটু থামবেন!’
এখানেই শেষ নয়। এই চলতে থাকা ৯০ মিনিটের বৈঠকে দুজনেই সম্পূর্ণ রূপে তৈরি হয়ে এসেছিলেন। কেউ কাউকে কোনরকম জায়গা ছাড়তে নারাজ। দুজনেই নিজের গুণপনার বহার দেখাতে ব্যস্ত।
মিথ্যাবাদী ট্রাম্প!
বৈঠকে আবারও রাষ্ট্রপতি ট্রাম্পকে মাত দিতে তাকে মিথ্যাবাদী বলে জাহির করতে যান জো বিডেন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এখানে দাঁড়িয়ে একের পর এক মিথ্যা কথা বলে চলছেন। এখানে উপস্থিত সকলেই সেকথা বুঝতে পেরেছেন। তবে আমাকে কি এখানে ট্রাম্পের মিথ্যে কাহিনী শোনার জন্য ডেকে আনা হয়েছে!’
আমেরিকার এই বৈঠক ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল প্রায় সাড়ে ৬ টার সময় শুরু হয়েছিল। এই বৈঠকে জো বিডেন আরও বলেন, যে আরবপতি হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর কর মেটাননি।