বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুনের কাণ্ডের (RG Kar Case) রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই নিউটাউনে নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডে (New Town Incident) কেঁপে ওঠে রাজ্য। কয়েকদিন আগে নিউটাউনে এক কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। এক টোটো চালকের বিরুদ্ধে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এই আবহে বড় পদক্ষেপ নিচ্ছে বিধাননগর (Bidhannagar) পুলিশ কমিশনারেট।
নিউটাউন কাণ্ডের পর বিরাট পদক্ষেপ (Bidhannagar)!
নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ঘটনার রাতে টোটোতে উঠেছিল কিশোরী। এরপর তাঁকে নিয়ে প্রায় ঘণ্টা তিনেক নিউ টাউনের রাস্তায় ঘুরেছিল অভিযুক্ত টোটো চালক। ওই কিশোরীর গলায় টোটোর স্প্রিং পেঁচিয়ে খুন করা হয়। অভিযোগ, এরপর ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
নাবালিকা ধর্ষণ খুনের এই ঘটনার পর তৎপর বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। অপরাধ দমনের জন্য এবার বিরাট পদক্ষেপ করা হচ্ছে বলে খবর। রিপোর্ট বলছে, কমিশনারেট অঞ্চলের অধীন টোটো এবং ই-রিক্সা চালকদের জন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শনিবার অবধি সময়! আরজি কর কাণ্ডে বড় খবর! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল আদালত
পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউ টাউনে যত টোটো (Toto) এবং ই-রিক্সা চলে, তাঁদের সকলের সচিত্র পরিচয়পত্র এবং রঙিন ছবি পুলিশ কমিশনারেটে জমা করতে হবে। এরপর পুলিশের তরফ থেকে তাঁদের একটি পরিচয়পত্র প্রদান করা হবে। সেই পরিচয়পত্রের একটি কপি টোটোর গায়ে লাগানো থাকবে এবং আরেকটি কপি পুলিশের কাছে থাকবে। অন্য আরেকটি কপি পরিবহণ দফতরে পাঠিয়ে দেওয়া হবে।
পুলিশ সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই সকল টোটো এবং ই-রিক্সা চালকদের বিষয়ে ভালো করে খোঁজ খবর নেওয়া হবে। কারোর বিরুদ্ধে যদি অপরাধমূলক কেস থাকে, তাহলে তাঁকে এই শংসাপত্র দেওয়া হবে না। পাশাপাশি তাঁরা টোটো এবং ই-রিক্সা চালাতে পারবেন না।
এছাড়াও জানা যাচ্ছে, এলাকাবাসী ছাড়াও বাইরে থেকে এসে বহু টোটো চালক এখানে ভাড়া নিয়ে থাকেন। তাঁদের একটি বৃহৎ অংশ নিউ টাউন এবং সংলগ্ন অঞ্চলে টোটো কিংবা ই-রিক্সা চালান। বাইরে থেকে আসা মানুষদের বিষয়ে পুলিশের কাছে বিশদ তথ্য থাকে না। এই সকল টোটো কিংবা রিক্সা চালকদের যাতে দ্রুত চিহ্নিত করা যায়, সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর। নিউটাউন কাণ্ডের পরেই বিধাননগর (Bidhannagar) পুলিশ কমিশনারেটের তরফ থেকে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হচ্ছে।