রাষ্ট্রসংঘে ইমরান খান কে তোপ বঙ্গতনয়ার, করলেন পাঁচটি প্রশ্ন

বাংলা হান্ট ডেস্ক : নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে এ বার পাকিস্তানকে তির বিদ্ধ করলেন আরও এক ভারতবাসী৷ ভারতের বিদেশ মন্ত্রকের প্রথম সচিব বঙ্গতনয়া বিদিশা মৈত্র পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্নবানে জর্জরিত করলেন৷ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন এর পর পাক প্রধানমন্ত্রী ভাষণ দিতে গিয়ে ভারতের বিরোধিতা করে একের পর এক উসকানিমূলক মন্তব্য করেছেন ইমরান খান৷

কখনও কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার নিয়ে আবার কখনও কাশ্মীর বাসীদের ওপর অত্যাচার করা নিয়ে আবার কখনও পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান এ বার সেই ইমরান খানের ভাষণের পরিপ্রেক্ষিতে ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সচিব বিদিশা মৈত্র পাক প্রধানমন্ত্রীকে পাঁচটি প্রশ্ন করলেন৷

   

শুধু প্রশ্ন করাই নয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাষণকে ভিন্ন বলে মন্তব্য করে তাঁর রাষ্ট্রনায়কের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন বিদিশা মৈত্র৷ এ দিন বিদিশার নিশানায় ছিলেন মুম্বই হামলার মূল চক্রী৷ পাশাপাশি ওসামা বিন লাদেন কেউ তুলে ধরতে ছাড়েননি তিনি৷ পাক প্রধানমন্ত্রী ওসামা বিন লাদেনকে সমর্থন করেননি পাকিস্তান কি একবারের জন্যও এই উত্তর দেবে?

একই সঙ্গে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত 130 জঙ্গি এবং পুষ্টির জঙ্গি গোষ্ঠীর আশ্রয় দাতা ইমরান খান কি অস্বীকার করতে পারবেন? এমন প্রশ্ন তোলার পাশাপাশি একমাত্র পাকিস্তানি দেশ যে জঙ্গিদের তিন সন্ধ্যায় বলেন বিদিশা মৈত্র৷ তাই পাকিস্তান কি তাঁদের জঙ্গিদের অর্থ বরাদ্দ ও পেনশনের ব্যবস্থা করেছেন তা মেনে নেবে? কিংবা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পর শান্তির বার্তা দেবে? প্রশ্ন ছুড়ে দেন তিনি৷

সম্পর্কিত খবর