বাংলাহান্ট ডেস্কঃ চ্যাম্পিয়ন লিগের ঘটে গেল বড় অঘটন। বায়ার্ন মিউনিখের কাছে আট গোল খেলো মেসির বার্সেলোনা। শুক্রবার মধ্য রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা বনাম বায়ান মিউনিখ। বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারতে হলো লিওনেল মেসির দলকে। ইউরোপীয় ফুটবলে এটাই সবচেয়ে বড় পরাজয় বার্সেলোনার।
বায়ার্ন মিউনিখের হয়ে এই ম্যাচে দুটি করে গোল করেন ফিলিপে কুটিনহো এবং থমাস মুলার। ম্যাচের 4 মিনিট এবং 31 মিনিটে দুটি গোল করেন থমাস মুলার এবং কুটিনহো তার দুটি গোল করেন 85 এবং 89 মিনিটে। এছাড়াও এই ম্যাচে একটি করে গোল করেন সেরজে নাব্রি, রবার্ট লেয়নডস্কি, ইভান পেরিসিচ এবং জোসুয়া কিমিচ। এইদিন ম্যাচ শুরু হওয়ার 31 মিনিটের মধ্যেই বার্সেলোনাকে চার গোল দিয়ে দেয় বায়ার্ন।
বার্সেলোনা প্রথম গোলটি আত্মঘাতী এবং ম্যাচের 57 মিনিটে দ্বিতীয় গোলটি করেন লুই সুয়ারেজ। বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে এই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি, নিজের ফর্মে একেবারে ধারে কাছে ছিলেন না লিওনেল মেসি। দুই দলই পাঁচবার করে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স দেখে কার্যত প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।