বাংলাদেশে হিন্দু নেতার হত্যার পর বিরাট অ্যাকশন আমেরিকার! সতর্কতা জারি করে লাগু হল নিষেধাজ্ঞা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে, আমেরিকা ফের বাংলাদেশে (Bangladesh) সফরের ক্ষেত্রে সর্তকতা তথা অ্যাডভাইজারি জারি করেছে। যেখানে বলা হয়েছে যে অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে, নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত। সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য জেলা (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) সফর না করার জন্য আমেরিকা ট্রাভেল অ্যাডভাইজারির মাধ্যমে তার নাগরিকদের সতর্ক করেছেন।

বাংলাদেশের (Bangladesh) প্রসঙ্গে বিরাট অ্যাকশন আমেরিকার:

এদিকে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) একজন হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে, এইসব অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে ঘরোয়া বা পারিবারিক বিরোধের কারণে অপহরণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে তাঁদেরকে অপহরণ করার মতো বিষয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং রাজনৈতিক হিংসাত্মক ঘটনাও ওইসব অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত হুমকি তৈরি কতে পারেন। কারণ, ইতিমধ্যেই কিছু স্থানে আইইডি বিস্ফোরণ এবং সক্রিয় গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

Big action by America in context of Bangladesh.

মার্কিন সরকারি কর্মীদের ক্ষেত্রে সফরে নিষেধাজ্ঞা: ওই অ্যাডভাইজারিতে আরও বলা হয়েছে যে, “যদি আপনারা ওই এলাকাগুলিতে সফরের পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ (Bangladesh) সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা অফিস থেকে পূর্বনুমতি নিতে হবে। ঝুঁকির কারণে, বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের ওই অঞ্চলে ভ্রমণ তথা সফর নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: বরখাস্ত করেছিল BCCI! IPL-এর মাঝেই KKR-এ এন্ট্রি নিলেন গম্ভীর ঘনিষ্ঠ কোচ

ঢাকার বাইরে সফরেও নিষেধাজ্ঞা জারি: অ্যাডভাইজারি অনুসারে, ঝুঁকির কারণে বাংলাদেশে (Bangladesh) কর্মরত মার্কিন সরকারি কর্মীদের ঢাকার কূটনৈতিক অঞ্চলের বাইরে অপ্রয়োজনীয় সফরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে যে, এই সফর নিষেধাজ্ঞা, পরিকাঠামোর অভাব এবং সরকারের জরুরি প্রতিক্রিয়া সংস্থানের অভাবের কারণে বাংলাদেশে, বিশেষ করে ঢাকার বাইরে মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের সীমিত ক্ষমতা থাকতে পারে।

আরও পড়ুন: মুনাফা বেড়েছে ৬১ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলতে প্রস্তুত আম্বানির মালিকানাধীন এই সংস্থা

অ্যাডভাইজারিতে জানানো হয়েছে যে, সফরকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারির মতো ছোটখাটো অপরাধের ব্যাপারে সতর্ক থাকা উচিত। এছাড়াও, বাংলাদেশের প্রধান শহরগুলিতে ডাকাতি, চুরি, হামলা এবং অবৈধ মাদক পাচার সবচেয়ে সাধারণ অপরাধমূলক কার্যকলাপ হিসেবে বিবেচিত হয়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X