আম্বেদকর ইস্যুতে হাতাহাতি! রাহুলের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, হাসপাতালে দুই BJP সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কংগ্রেস-বিজেপির (Congress-BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর। তর্কাতর্কি থেকেই হাতাহাতি নেমে পড়েন শাসক-বিরোধী উভয় শিবির। বিরোধী দলনেতার রাহুল গান্ধীর (Rahul Gandhi) এক ধাক্কায় রক্ত ঝরল দুই বিজেপি সাংসদের। ঘটনার সূত্রপাত হয় আম্বেদকর ইস্যুতে সংসদ চত্বরে কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের বিক্ষোভকে কেন্দ্র করে।

রাহুলের (Rahul Gandhi) ধাক্কায় রক্ত ঝরল বিজেপি সাংসদের

আম্বেদকরকে (B. R. Ambedkar) নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ’র (Amit Shah) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা। এদিন এই ইস্যুতেই অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিরোধীদের একাংশ। এমনকী শাহের ইস্তফাও দাবি করছেন তাঁরা। একইসাথে এদিন  বিরোধী পক্ষের দাবি, তাঁরা আম্বেদকর মূর্তির পাশেই বিক্ষোভ দেখাতেন। কিন্তু নতুন সংসদে আম্বেদকর মূর্তি রয়েছে পিছনের দিকে। তাই মকর দ্বারের সামনেই বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন তাঁরা।

আর তাতেই এদিন  উত্তপ্ত হয়ে সংসদ চত্বর। নীল পোশাকে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কিন্তু বিরোধীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখনই বিজেপি সাংসদরা সংসদে প্রবেশ করতে চান। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। ক্রমশ পরিস্থিতি গড়ায় হাতাহাতির পর্যায়ে। যা থেকে একসময় তৈরি হয় রক্তারক্তি কান্ড।

বিজেপির সাংসদদের দাবি রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কা দেওয়াতে রক্ত ঝরেছে বালাসোরের বিজেপি সংসদ প্রতাপ সারেঙ্গীর। বিজেপি সূত্রে দাবি কথা কাটাকাটির সময় রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি তখন পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। এতে দুজনেই আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির কালীঘাটের কাকুই KKR ক্রিকেট টিমের ‘ক্যাপ্টেন’! এবার ফাইনালে উঠল তার দল

অন্যদিকে কংগ্রেসের দাবি মকর দ্বারের সামনে রাহুল গান্ধীসহ বিরোধীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের বাধা দেওয়া হয়েছিল। শুধু তাই নয় প্রিয়াঙ্কা গান্ধীরকে উদ্দেশ্য করে কটুক্তিও করে বিজেপি সাংসদরা। তখনই রাহুল গান্ধীর সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনার পর রাহুল গান্ধীকে প্রতাপ সারেঙ্গীর সঙ্গে দেখা করতে যেতেও দেখা গিয়েছে।

Rahul Gandhi

সংসদদের এই ঘটনা এই ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে একহাত নিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আরও একবার গান্ধীদের ঔদ্ধত্ব সামনে চলেই গেল। এখন গান্ধীরা শারীরিক হেনস্থা পর্যন্ত শুরু করেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর