খুন-ধর্ষণের হুমকি! TMCP কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, উত্তপ্ত যোগেশ

বাংলা হান্ট ডেস্কঃ আরও  একবার শিরোনামে যোগেশ চন্দ্রচৌধুরী কলেজ (Yogesh Chandra College)। এবার গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত কলেজ চত্বর। ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল  এবার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের দিকে।

যোগেশ চন্দ্রচৌধুরী কলেজে (Yogesh Chandra College) ব্যাপক উত্তেজনা

অভিযোগ মঙ্গলবার বিকেলে কাউন্সিলর ঘনিষ্ঠ সালমান খান ওরফে ভিকি আচমকা কলেজ সংলগ্ন ইন্দ্রানী পার্কে হামলা চালাতে শুরু করে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ক্যাম্পাস চত্বরে।

জানা যাচ্ছে, ছাড় পায়নি এই কলেজের (Yogesh Chandra College) ছাত্রীরাও। অভিযোগ উঠেছে তাঁদের উপরেও চড়াও হওয়ার। এমনকি মারধর করার পাশাপাশি খুন-ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে সালমান এবং তার দলবলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতরভাবে জখম হয়েছে।  এরপর খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। এরপর পুলিশের গাড়ি করেই আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।

আরও পড়ুন: মমতাবালা নাকি শান্তনু কে পেল মেলার দায়িত্ব? বড় নির্দেশ হাইকোর্টের

Yogesh Chandra College

যোগেশচন্দ্র কলেজের ঘটনায় আক্রান্ত এক ছাত্রী জানিয়েছেন, ‘৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ছেলেরা এসে কোন কারণ ছাড়াই আমাদের মারধর শুরু করে।’ অপর একজন ছাত্রীর অভিযোগ, ‘আমাদের লাথি মারা হয়েছে। বলা হয়েছে কলেজে থাকলে মেরে দেব কেটে রেখে দেব।  তোদের ফটো তোলা আছে। আরো অনেক খারাপ কথা বলেছে।’ প্রসঙ্গত এর আগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল এই কলেজ চত্বর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর