“টিম ইন্ডিয়ার জন্য নয়, IPL-এর প্রস্তুতি নিতে খেলছেন পান্ডিয়া”, হার্দিকের বিরুদ্ধে এবার উঠল বড় অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় T20-তে হেরেছে ভারতীয় দল। অথচ ওই ম্যাচেই এমন একটা সময় ছিল যখন টিম ইন্ডিয়া জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত গেরাল্ড কোয়েটজি এবং ট্রিস্টান স্টাবসের ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেয়। টিম ইন্ডিয়ার এই পরাজয়ের পর প্রশ্ন উঠছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। এদিকে, এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব এবং পান্ডিয়ার ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার:

কি জানিয়েছেন বাসিত আলী: উল্লেখ্য যে, বাসিত আলী তাঁর ইউটিউব চ্যানেলে অভিযোগ করেছেন যে পান্ডিয়া (Hardik Pandya) ৪৫ বলে মাত্র ৩৯ রান করেন। ওই ম্যাচে তিনি নিজের জন্য খেলেছিলেন। বাসিত আলী বলেন, “নিজের জন্য কেন খেলবেন? আমার মনে হয় তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য IPL-এর প্রস্তুতি নিচ্ছেন। পান্ডিয়া সিঙ্গেল নিয়েছিলেন, অথচ অর্শদীপ একটি ছক্কা মেরেছিলেন। এমনটা ছিল না যে ভারতের ৯ টি উইকেট পড়ে গিয়েছে, সেই কারণে তিনি রান নিতে বারণ করলেন। মাত্র ৬ উইকেট পড়েছিল। পান্ডিয়ার প্রতিটি রান নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি তো পান্ডিয়া, একজন বড় খেলোয়াড়।”

Big allegations against Hardik Pandya.

প্রশ্ন উঠেছে সূর্যকুমার যাদবকে নিয়েও: এদিকে, বাসিত আলী সূর্যকুমার যাদবকে নিয়েও প্রশ্ন তুলেছেন। বাসিতের মতে, এই ম্যাচে বড় ভুল করেছেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, “অক্ষর প্যাটেল ম্যাচে মাত্র একটি ওভার বল করেছিলেন। এই খেলোয়াড় ওই ওভারে মাত্র দুই রান দিয়েছিলেন এবং তারপরেও সূর্য অক্ষরকে দিয়ে বোলিং করাননি।”

আরও পড়ুন: সূর্যের এই একটা ভুলেই ঘটল বিপদ! ভারতকে অবলীলায় হারাল সাউথ আফ্রিকা, চটে লাল অনুরাগীরা

তিনি আরও বলেন যে, “অক্ষর প্যাটেলের আরও ওভার করা উচিত ছিল। সূর্য পান্ডিয়াকে (Hardik Pandya) দিয়ে বল করিয়েছেন এবং তিনি তিনটি ওয়াইড বল করেছিলেন। ম্যাচটি সেখান থেকে সরে যায়। এক সময় মনে হচ্ছিল এই ম্যাচে ভারত হারবে না। দক্ষিণ আফ্রিকার ব্যাটারর স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়লেও অক্ষরকে দিয়ে বোলিং করানো হয়নি।”

আরও পড়ুন: এবারে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? নির্বাচনে জিতেই পুতিন-জেলেনস্কিকে ফোন ট্রাম্পের, সামনে এল বড় আপডেট

জানিয়ে রাখি যে, বর্তমানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের T20 সিরিজ খেলা হচ্ছে। যেটি এখন সিরিজ ১-১ সমতায় রয়েছে। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে জিতেছে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে দ্বিতীয় ম্যাচে। এদিকে, আগামী ১৩ নভেম্বর এই সিরিজের তৃতীয় ম্যাচটি সেঞ্চুরিয়নে সম্পন্ন হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর