বাংলাহান্ট ডেস্ক : দেশের রেশন কার্ড (Ration Card) ধারকদের জন্য এক বড় ঘোষণা করলো সরকার। এবার রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যাবে একটি বাড়তি সুবিধা। তবে আপাতত অন্ত্যোদয় রেশন কার্ডধারীরাই এর সুবিধা পাবেন বলে জানা গেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অন্ত্যোদয় রেশন কার্ডের অধীনস্থ সকলকে বিনামূল্যে চিকিৎসার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দেওয়া হবে। সরকার জেলা এবং তহসিল স্তরে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে একটি বিশেষ প্রচার চালাবে এই কার্ড তৈরির জন্য। সরকারের প্রধান লক্ষ্যই হলো অন্ত্যোদয় কার্ড আছে এমন পরিবারকে আয়ুষ্মান কার্ড প্রদান করা।
সরকারের তরফে জন সুবিধা কেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্ত্যোদয় কার্ডের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ড এর জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার এই কার্ড তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে। ২০ জুলাই পর্যন্ত বিশেষ প্রচার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
একটা বড় অংশের অভিযোগ ছিল অন্ত্যোদয় রেশন কার্ড ধারীরা সকলে এখনো পর্যন্ত আয়ুষ্মান কার্ড পাননি। আগামী ২০ জুলাই এর মধ্যে এই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেন বলে জানা যাচ্ছে।অন্ত্যোদয় কার্ডধারীরা তাদের কার্ড দেখিয়ে জনসেবা কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, আয়ুষ্মান প্যানেল বা জেলায় সংযুক্ত বেসরকারি হাসপাতাল থেকে তাদের পরিবারের আয়ুষ্মান কার্ড পেতে পারেন।
বর্তমানে সরকারের তরফে নতুনভাবে আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে না। এই প্রকল্পে ইতিমধ্যেই যাদের নাম নথিভুক্ত করা আছে শুধু তাদেরকেই এই কার্ড দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা যাতে বিপদের সময় চিকিৎসা ক্ষেত্রে হয়রানির শিকার না হন সেই উদ্দেশ্যে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়।। এর জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত অন্ত্যোদয় রেশন কার্ড প্রদান করা হয় দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের। অত্যন্ত স্বল্প মূল্যে এই কার্ডধারীদের মাসে চাল ও গম প্রদান করা হয়ে থাকে।