বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অন্যতম বড় প্রোজেক্ট হতে চলেছে ‘রামায়ণ’ (Ramayana)। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পর্দায় উঠে এসেছে এই মহাকাব্য। তবে যেমনটা জানা যাচ্ছে, আসন্ন রামায়ণ (Ramayana) বলিউডের সমস্ত প্রোজেক্টকে ছাপিয়ে যাবে বাজেটের দিক দিয়ে। বেশ অনেকদিন ধরেই এই ছবিটি নিয়ে চর্চা অব্যাহত রয়েছে দর্শক মহলে। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বড় কোনো ঘোষণা হতে চলেছে রামায়ণ নিয়ে।
বড় ঘোষণা হতে পারে রামায়ণ (Ramayana) নিয়ে
বলিউড সূত্রে খবর, চলতি বছরের ১ লা মে থেকে ৪ ঠা মে পর্যন্ত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট আয়োজিত হতে চলেছে। সেখানেই রামায়ণ (Ramayana) নিয়ে বড় কোনো ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, এই সামিটেই রামায়ণের পোস্টার বা ভিডিও লঞ্চ হতে পারে। আপাতত সে বিষয়েই পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে।
কী হতে চলেছে সামিটে: ওয়েভস সামিটের দিকে নজর রয়েছে সমগ্র বলিউড ইন্ডাস্ট্রির। জানা গিয়েছে, বড় মাপের ইভেন্ট হতে চলেছে এটি। ইন্ডাস্ট্রির নামীদামী তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই সামিটে। তাই রামায়ণ (Ramayana) নিয়ে ঘোষণার জন্য আসন্ন ইভেন্টটিকেই নির্মাতারা বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে। ঠিক কী হতে চলেছে এই সামিটে? তা এখনও স্পষ্ট না হলেও বড় কিছুর অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরো পড়ুন : পাক যোগসূত্র নিয়ে কটাক্ষ, তার মাঝেই কলকাতায় শো আদনানের! উঠল বয়কটের ডাক
কবে মুক্তি পাবে রামায়ণ: নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ (Ramayana) নিয়ে অনেক দিন থেকেই আলোচনা অব্যাহত রয়েছে। গত বছর পোস্টার মুক্তি পায় রামায়ণের। জানানো হয়, দু ভাগে মুক্তি পাবে ছবিটি। প্রথম ভাগ আসবে ২০২৬ এ আর দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালে। সেই মতো গত বছর রামনবমীতেই বড় কিছু ঘোষণা করার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু সেটা কার্যকর হয়নি।
আরো পড়ুন : সিন্ধু জল চুক্তির পর এবার নজরে বাংলাদেশের গঙ্গা জল চুক্তি? এক ঢিলে দুই পাখি মারার দাবি বিজেপি সাংসদের
রামায়ণ (Ramayana) মহাকাব্য নিয়ে বহুবার বহু রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিছু কিছু প্রোজেক্ট খুবই সফল হয়েছে। আবার কিছু ছবি রীতিমতো ব্যর্থ হয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম ‘আদিপুরুষ’। বছর কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি রীতিমতো ট্রোলের খোরাক হয়েছিল নেটপাড়ায়। আসন্ন রামায়ণ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং সানি দেওলকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দিওয়ালির সময় মুক্তি পেতে পারে রামায়ণ।