কেন্দ্রের প্রকল্পগুলিকে আর নিজের নামে চালাতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার! বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের (India Government) টাকায় চলা একের পর এক প্রকল্প নাম বদলে নিজের নামে চালিয়ে বাহবা কুড়োচ্ছে রাজ্য (West Bengal )। এবার এমনটাই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখওয়াতের গলায়। সুর চড়িয়ে এমন চললে রাজ্যকে টাকা দেওয়া বন্ধের হুঁশিয়ারিও দেন মন্ত্রীমশাই। অবশ্য পালটা জবাব দিতে ছাড়েনি নবান্নও।

বুধবার শহরে আসেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী। সেখানেই মমতা এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন তিনি। তাঁর দাবি, কেন্দ্রের দেওয়া টাকা দিয়ে নাম বদলে নিজেদের নামে প্রকল্প চালাচ্ছে রাজ্য। আর এর ফলে সেই প্রকল্পের সম্পুর্ণ বাহবা সম্পুর্ণই কুড়োচ্ছে মমতার সরকার (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য নিজের নামে চালালে তা সহ্য করা হবে না। এরকম চলতে থাকলে রাজ্যকে আর কোনও টাকা দেবে না কেন্দ্র।’

তাঁকে আরও বলতে শোনা যায়, ‘প্রায় প্রতিটি প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে। আমি শুভেন্দু অধিকারীর থেকে অভিযোগ পেয়েছি। রাজ্যপালের কাছ থেকেও বিষয়টি জেনেছি। পশ্চিমবঙ্গে এমনটি চলতে থাকলে সহ্য করা হবে না।’

786947 mamata banerjee 4pti 1 1

বুধবার কেন্দ্রের ‘জল জীবন প্রকল্পের ‘ কাজ কতদূড় অগ্রসর হয়েছে তা পর্যবেক্ষণ করতেই রাজ্যে উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রী। এই প্রকল্পের উদ্দ্যেশ্য ২০২৪ সালের মধ্যে প্রতিটি ঘরে ট্যাপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া। সেখানেই এই অভিযোগ করতে দেখা যায় তাঁকে। এও অভিযোগ আনা হয় যে বিভিন্ন প্রকল্পের জন্য রাজ্যকে বরাদ্দ করা ৬ হাজার ৯৯৯ কোটি টাকার মধ্যে রাজ্য খরচ করেছে মাত্র ১২০ কোটি টাকা। রাজ্যের অর্ধেকেরও কম বাড়িতে পানীয় জল পৌঁছেচে বলেও দাবি করা হয়।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘কেন্দ্রীয় প্রকল্পের টাকা কি বিজেপির বাবার সম্পত্তি? টাকা তো যায় রাজ্য থেকেই। এমন অনেক প্রকল্প আছে যেগুলি নামে কেন্দ্রের। কিন্তু চালাতে হয় রাজ্যকে। সেগুলির কী হবে?’ স্বভাবতই, এই ইস্যুতে আবারও তোলপাড় বিজেপি তৃণমূল সংঘাত। এই বিতর্কের জল ঠিক কতখানি ঘোলা করেন জল মন্ত্রী এখন সেটাই দেখার।

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর