নার্সিং পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! শুনে লাফাবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : দ্রুত শূন্য পদ পূরণ ও আরো বেশি সুযোগ দেওয়ার লক্ষ্যে নার্সিং প্রশিক্ষণ নিয়ে সরকার নিল বড় উদ্যোগ। বয়সের উর্ধ্বসীমা রাখা হবে না আর সরকারি-বেসরকারি কলেজে নার্সিং পড়ার ক্ষেত্রে। স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বুধবার।তবে পূর্বের নিয়ম মতো সরকারি হাসপাতালে চাকরি পাওয়ার জন্য ৩৮ বছর থাকছে বয়সের ঊর্ধ্বসীমা।

স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বয়স আর অন্তরায় হয়ে দাঁড়াবে না বিএসসি, এমএসসি নার্সিং, এএনএম(অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফরি) এবং জিএনএম(জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি) পড়ার ক্ষেত্রে। দশম ও দ্বাদশ শ্রেণি পাস এবং ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকলেই নার্সিং পড়তে পারবে ইচ্ছুক পড়ুয়ারা।

 আরোও পড়ুন : ২০২৫ সালে ফের বিয়ের পিঁড়িতে বসবেন কৃষ্ণকলি! তবে তার আগে এক বিশেষ শর্ত দিলেন তিয়াসা

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কমপক্ষে ১০ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। প্রচুর পরিমাণ নার্স গত তিন-চার বছরে অবসর নিয়েছেন। এরফলে ব্যাপকভাবে বেড়েছে নার্সের চাহিদা। চাহিদা থাকার পরও উপযুক্ত নার্স না পাওয়ার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিল।

1606320480 5fbe8160b9c48 nurses

নার্সদের বৃহৎ সংগঠন রাজ্যের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে। সংগঠনের পক্ষ থেকে ভাস্বতী মুখোপাধ্যায় বলেছেন, ”রাজ্যে ৬০ হাজার নার্স সরকারি হাসপাতালে কর্মরত। এখনও প্রায় ২০ হাজার পদ ফাঁকা। কিন্তু চাকরির ক্ষেত্রে বয়সে ছাড় না দিয়ে লেখাপড়ার সুযোগ দিয়ে কী হবে? সাত মন তেল হয়ত পুড়বে, কিন্তু লাভ কি হবে?”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর