ফের সুখবর! অবসরকালীন সুবিধা বাড়ল রাজ্যের এই কর্মীদেরও, পুজোর আগেই বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই উপহারের ঝুলি খুলল রাজ্য সরকার (Government of West Bengal)। ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে এসেছেন রাজ্যের মানুষের জন্য। কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস এক ধাক্কায় ১৩ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার ফের কপাল খুলল সিভিকদের (Civic Volunteers)।

একের পর এক সুখবর

বোনাস বৃদ্ধির পর এবার সিভিকদের অবসরকালীন সুবিধাও অনেকটা বাড়িয়ে দিল রাজ্য। সিভিকদের টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসাবে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকা করে পেতেন সিভিকরা।

শুক্রবার ২৮ অগস্ট নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সিভিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হল। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলান্টিয়ার এই সুবিধা পাবেন। পাশাপাশি এর আওতায় আসবেন ভিলেজ পুলিশরাও।

৪০ শতাংশ বাড়ল সুবিধা

সবমিলিয়ে এক লাফে ৪০ শতাংশ বাড়ানো সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন সুবিধা। এই বিষয়ে নবান্ন জানিয়েছে, অনেক দিন ধরেই সিভিকদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় ছিল। এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে এবারের পুজোর মাসে বোনাস বাবদ অতিরিক্ত ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা।

Civic Volunteers

প্রসঙ্গত, বর্তমানে আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাংলার সাধারণ মানুষ। নারকীয় এই ঘটনায় একজনকেই গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। তদন্ত যত এগোচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে। যা শুনে রক্ত জল হওয়ার জোগাড়।

আরও পড়ুন: ১০০০, ২০০০ ভুলে যান! এবার অ্যাকাউন্টে ঢুকবে ৬০০০ টাকা করে, বিরাট উদ্যোগ সরকারের

আর জি করের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। আর এই আবহেই প্রথমে পুজোর বোনাস আর তারপর সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন সুবিধা বাড়ালেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর