পুজোর আগেই দারুণ উপহার পূর্ব রেলের! এবার বন্দেভারতকেও টেক্কা দেবে এই এক্সপ্রেস ট্রেন

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের জনপ্রিয় লাইফ লাইন। কাছের হোক কিংবা দূরের যেকোন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সকলেই চোখ বুজে ভরসা করে থাকেন এই গণপরিবহন ব্যবস্থার ওপর। তবে ইদানিং যাত্রীদের মধ্যে বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের মত সুপারফাস্ট ট্রেনে চড়ার প্রবণতা।

কারণ এই ট্রেনে চেপে যাত্রীরা শুধু দ্রুত গন্তব্যস্থলেই পৌঁছাতে পারেন না, সেইসাথে উপভোগ করে থাকেন একাধিক অত্যাধুনিক মানের বিলাসবহুল পরিষেবা। তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখেই শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) ক্ষেত্রে নতুন চমক নিয়ে আসছে পূর্ব রেল। একই পদ্ধতি অবলম্বন করতে চলেছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।

এবার এই ট্রেনে যুক্ত হচ্ছে নতুন কোচ ভিস্তাডোম (Vistadom)। রেল সূত্রে খবর ১ জুলাই থেকেই নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রা পথে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের সাথে জুড়ে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন একটি কোচ ভিস্তাডোম। পূর্ব রেল সূত্রে খবর হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই ট্রেনে আপাতত পরীক্ষামূলক ভাবে চালানো হবে।

আরও পড়ুন: নীল জল, তুমুল রোম্যান্স! জমে ক্ষীর কাঞ্চন-শ্রীময়ীর হানিমুন, এক রাতের খরচ কত জানেন?

জানা যাচ্ছে, এই ট্রেন আপাতত ১৪ কামরার পরিবর্তে থাকবে ১৫ কামরার। যার মধ্যে একটি ভিস্তা ডোম কোচ, ২টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার এবং ব্রেক, ২টি লাগেজ কাম জেনারেটর কার থাকবে।

এই কোচের কী কী বৈশিষ্ট্য আছে?

রেল সূত্রে খবর, ভিস্তাডোম কোচগুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স যা যাত্রীদের যাত্রা আরও বেশি আরামদায়ক করে তুলবে। এই কোচেই থাকবে স্ব-চালিত স্লাইডিং ডোর, একটি গ্লাস ব্যাক, Wi-fi এবং GPS কানেকশনের মতো উন্নত ব্যবস্থা। গোটা সফরে যাত্রীরা অনবোর্ড GPS সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন নেভিগেশন উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকবে বিনোদনের একাধিক সুযোগ।

Tista

এই পরিষেবা কোথায় কোথায় পাওয়া যাবে?

জানা যাচ্ছে, কালকা থেকে সিমলা,আরাকুভ‌্যালি, ডুয়ার্স, নাহারলাগুন থেক তিনসুকিয়া, কিংবা পশ্চিমঘাট পাহাড়ের ভিতর দিয়ে পুনে, গোয়ার পথে, এমনকি যশবন্তপুর থেকে কর্নাটক উপকূলেও রয়েছে ভিস্তাডোম কোচ। এই বিষয়ে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য নিয়ে আসা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর