বাংলা হান্ট ডেস্ক: এবার টোল ট্যাক্স (Toll Tax) নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। গত মঙ্গলবার নয়াদিল্লিতে FICCI ফেডারেশন হাউসে অনুষ্ঠিত রোড অ্যান্ড হাইওয়েস সামিটের তৃতীয় সংস্করণ “অ্যাক্সিলরেটিং দ্য রোড ইনফ্রাস্ট্রাকচার: নিউ ইন্ডিয়া @ ৭৫”-এ এই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, আসন্ন সময়ে টোল ট্যাক্স সংক্রান্ত যে পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়টিও উপস্থাপিত করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান যে, এবার থেকে চলতি উপায়ে আর টোল দিতে হবে না। বরং, নতুন প্রযুক্তির সাথে সরাসরি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে নির্ধারিত টাকা। অর্থাৎ, এখন থেকে টোল ট্যাক্স সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এই প্রসঙ্গে তিনি জানান, “২০১৯ সালে, আমরা জানিয়েছিলাম যে গাড়িগুলিতে নম্বর প্লেট লাগাবে কোম্পানি। এই কারণে গত চার বছরে যেসব যানবাহন নতুনভাবে এসেছে সেগুলিতে বিভিন্ন নম্বর প্লেট রয়েছে। এখন টোল প্লাজাগুলি সরিয়ে ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে, যেগুলি এই নম্বর প্লেটগুলিকে পড়বে। পাশাপাশি, টোল সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।”
সর্বোপরি, এই স্কিমটি ইতিমধ্যেই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, বর্তমানে টোল প্লাজাগুলিকে স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার ক্যামেরা দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে। এই ক্যামেরাগুলি রাস্তায় চলাচলকারী গাড়ির নম্বর প্লেটগুলিকে স্বয়ংক্রিয়ভাবে পড়বে এবং সেই গাড়িগুলির মালিকদের লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমান টোলের টাকা কেটে নেওয়া হবে।
পাশাপাশি, এই সমগ্ৰ পরিকল্পনার একটি সমস্যার কথাও তিনি তুলে ধরেন। মূলত, এই প্রক্রিয়ায় টোল দেননি এমন গাড়ির মালিকদের শাস্তি দেওয়ার বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। এমতাবস্থায়, সেই শাস্তির বিধানটি এবার আইনের আওতায় আনতে হবে বলেও জানিয়েছেন গড়করি। শুধু তাই নয়, যেসব গাড়িতে এই নম্বর প্লেট নেই, সেগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই নম্বর প্লেট বসানোর বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রয়োজনে এর জন্য বিলও নিয়ে আসা হতে পারে।
কিভাবে সম্পন্ন হবে প্রক্রিয়া: গড়করির মতে, টোল আদায়ের জন্য দু’টি বিকল্প রয়েছে। প্রথম বিকল্পটিতে গাড়িতে থাকা “জিপিএস” সিস্টেমের সাথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, দ্বিতীয় বিকল্পটি আধুনিক নম্বর প্লেটের সঙ্গে সম্পর্কিত রয়েছে। এমতাবস্থায়, আগামী এক মাসের মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, নতুন এই ব্যবস্থায়, শুধুমাত্র কভার করা দূরত্বের জন্যই চার্জ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে যদি কোনো ব্যক্তি টোল রোডের আওতায় ১০ কিলোমিটারের দূরত্ব যান সেক্ষেত্রেও তাঁকে ৭৫ কিলোমিটার রাস্তার ফি দিতে হয়।