মন্দির সংস্করণ থেকে ওভারব্রীজ, মোট ১৩টি প্রকল্প নিয়ে বড় ঘোষণা সৌমিত্র খাঁয়ের, লাভবান হবে বিষ্ণুপুর

বাংলা হান্ট ডেস্ক : টেরাকোটার জন্য জগৎজোড়া খ্যাতি রয়েছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের (Bishnupur)। সারা বাংলাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই টেরাকোটার নিদর্শন। তবে হালফিলের সময়ে প্রায় নষ্ট হতে বসেছে সেইসব নিখুঁত শৌখিন শিল্প। ঐতিহাসিক এই টেরাকোটার নিদর্শন গুলিকে বাঁচিয়ে রাখতে স্থানীয়রা মরিয়া হলেও সরকারের তরফে সেরকম কোনও উদ্যোগ দেখা যায়নি।

তবে এবার খবর, এইসব প্রাচীন মন্দির সংস্কারের কাজে উঠে পড়ে লেগেছে জেলা বিজেপি সদস্যরা। এইদিন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Saumitra Khan) জানিয়েছেন, মন্দির সংস্করণের পাশাপাশি মোট ১৩ টি প্রকল্প নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। বিষ্ণুপুরে ষাঁড়েশ্বর বাবার মন্দির সংস্করণ থেকে শুরু করে বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ নিয়েও শুরু হবে কাজ।

এইদিন সৌমিত্র খাঁ জানিয়েছেন, ‘এইসব কাজগুলি আমার প্রচেষ্টায় এবং বারবার বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে গিয়ে চিঠি দিয়ে, দেখা করে লোকসভাতে মেনশন করেছি তা আপনারা গুগলে গিয়ে ভিডিওতে দেখতে পাবেন। সর্বোপরি আমাদের দেশের আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এবং সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ জীর আশীর্বাদে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য করতে পেরেছি তার জন্য আমি সত্যিই খুবই গর্বিত।’

আরও পড়ুন : মোদীর হস্তক্ষেপেই হল কাজ! কাতার থেকে মুক্তি পেলেন মৃত্যুদণ্ড পাওয়া ৮ নৌসেনার জওয়ান

soumitra khan 1

এখন চলুন ঝটপট দেখে নিই বিষ্ণুপুরে ঠিক কী কী প্রকল্প নিয়ে উদ্যোগী হয়েছে সরকার।

১. বিষ্ণুপুরে ষাঁড়েশ্বর বাবার মন্দির সংস্কার।
২. সমস্ত এএসআই মন্দিরে কাজ।
৩. বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ।
৪. 116 A রাস্তা যেটা আরামবাগ হয়ে চলে যাচ্ছিল, সেটা কোতুলপুর, ইন্দাস হয়ে নিয়ে যাচ্ছি।
৫. মানুষের দীর্ঘদিন দাবি ছিল গঙ্গাজল ঘাঁটি ব্লকের শালী নদীর উপর ওভারব্রিজ।
৬. NH-60 ন্যাশনাল হাইওয়ে 4 লেইন হবে।
৭. বিষ্ণুপুরের চক্রধরপুর ট্রেনের স্টপেজ।
৮. বিষ্ণুপুর স্টেশনে লিফট এবং চলমান সিঁড়ি।
৯. বাঁকুড়া- মশাগ্রাম ট্রেন হাওড়া সাথে সরাসরি যুক্ত করা হচ্ছে তার কাজ ৮০ শতাংশ কমপ্লিট হয়ে গেছে।
১০. বিষ্ণুপুর জয়রামবাটী রেলপথ ২২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে রেল লাইনে কাজ শুরু হয়েছে।
১১. বাঁকুড়া টু মশাগ্রাম দ্বিতীয় যে ট্রেন সেটা আমার হাত ধরেই উদ্বোধন হয়েছিল।
১২. বাঁকুড়া টু মশাগ্রাম ইলেক্ট্রিফিকেশন।
১৩. সাবড়াকনে ব্যাঙ্ক অফ বরোদা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর