বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেল ( indian railways) জানিয়েছে, বেসরকারি ট্রেনে আগের থেকে অনেক বেশী যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়া হবে। পাশাপাশি থাকছে আগের থেকে অনেক বেশী সুবিধা। অবশ্য তার যাত্রীদের খরচ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে।
রেল সূত্রে পাওয়া খবর অনুসারে অনুসারে, বেসরকারী ট্রেনগুলিতে যাত্রীদের বিমান সংস্থার মতো পছন্দসই আসনের জন্য অতিরিক্ত অর্থ দিতে হতে পারে। কেবল পছন্দসই আসনই নয়, যাত্রীদের অন-বোর্ড পরিষেবাতেও লাগবে বেশি টাকা।এর মধ্যে ওয়াই-ফাই, অন-বোর্ড বিনোদন এবং কিছু অন্যান্য বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকতে পারে। এর জন্য অতিরিক্ত খরচ নির্ধারণ করবে বেসরকারি সংস্থাগুলিই।
পাশাপাশি রেল বেসরকারী সংস্থাগুলিকে ট্রেনের ভাড়া নির্ধারণের জন্য স্বাধীনতা দিয়েছে। রয়েছে নতুন রেলপথ তৈরির সুযোগও। তবে সংস্থাগুলির উপার্জিত মোট আয়ের একটি নির্দিষ্ট অংশ রেলকে দিতে হবে বলে জানানো হয়েছে।
২০২৩ সালের এপ্রিলের মধ্যে রেল প্রথম বেসরকারী ট্রেন চালানোর লক্ষ্য নিয়েছে। যার জন্য ২১ শে জুলাই প্রথম প্রাক-বিড সভা আহ্বান করেছে রেল। ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা যাচ্ছে।
নির্ধারিত শর্ত ছাড়াও সংস্থাগুলিকে নির্ধারিত ফিও দিতে হবে রেলকে। পাশাপাশি খারাপ পারফরম্যান্সের জন্য একটি জরিমানাও দিতে হবে। বেসরকারী সংস্থাগুলির ট্রেন এবং লোকোমোটিভ কেনার ক্ষেত্রে স্বাধীনতাও দেওয়া হয়েছে।