বাংলা হান্ট ডেস্ক: গাব্বা টেস্টে (Gabba Test) টিম ইন্ডিয়ার ওপর ফলো অনের আশঙ্কা রয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে টিম ইন্ডিয়াকে বেশ লড়াই করতে হচ্ছে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৯ উইকেটের বিনিময় ভারত ২২৪ রানে পৌঁছেছে। এমতাবস্থায়, অস্ট্রেলিয়াকে নতুন টার্গেট দেওয়া তো দূরের কথা আপাতত আপাতত টিম ইন্ডিয়াকে ফলো অন বাঁচাতে হবে।
তৃতীয় টেস্টে (Gabba Test) বড়সড় দুঃসংবাদ:
গাব্বা টেস্টে (Gabba Test) টিম ইন্ডিয়ার জন্য এটিই সবচেয়ে বড় উত্তেজনার বিষয়। তবে এরই মধ্যে একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ান দলের এক তারকা বোলার চোটের সম্মুখীন হয়েছেন। যা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য একটি খারাপ খবর হিসেবে বিবেচিত হলেও টিম ইন্ডিয়াকে কিছুটা স্বস্তি দিচ্ছে।
An Australian team spokesperson said Hazlewood was suffering from “calf awareness” with the fast bowler set to undergo medical scans to determine the extent of the injury.#AUSvIND https://t.co/ooW7SaikHm
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
চোট পেয়ে মাঠ ছাড়লেন জশ হ্যাজেলউড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। গাব্বায় (Gabba Test) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের চতুর্থ দিনে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে জশ হ্যাজেলউডকে। ভারতের ইনিংসের সময়, তিনি চতুর্থ দিনের প্রথম সেশনে মাত্র একটি ওভার বল করতে পেরেছিলেন। তাঁর কাফ মাসলে সমস্যা রয়েছে। এরপর মাঠ ছাড়েন হ্যাজেলউড।
এদিকে, জশ হ্যাজেলউড চোটের সম্মুখীন হওয়ার জেরে তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তার “এক্স” হ্যান্ডেলে জশ হ্যাজেলউডের চোটের একটি আপডেট দিয়ে জানিয়েছে, “অস্ট্রেলিয়ার দলের একজন মুখপাত্র বলেছেন যে হ্যাজেলউড কাফ মাসলের সমস্যায় ভুগছিলেন এবং চোটের পরিমাণ নির্ধারণের জন্য ওই ফাস্ট বোলারের মেডিকেল স্ক্যান করা হবে।”
আরও পড়ুন: তৃতীয় টেস্টেও পিছিয়ে রয়েছে ভারত! এই ৩ টি জিনিস মাথায় রাখলেই অবলীলায় জিতবে টিম ইন্ডিয়া
হ্যাজেলউড অ্যাডিলেড টেস্টের বাইরে ছিলেন: প্রসঙ্গত উল্লেখ্য, পার্থে এই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন জশ হ্যাজলউড। প্রথম ইনিংসে ৪ টি ও দ্বিতীয় ইনিংসে ১ টি উইকেট নেন তিনি। তবে এরপর চোটের কারণে অ্যাডিলেড টেস্টে অংশ নিতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড। এদিকে চোট থেকে সেরে ওঠার পর, হ্যাজেলউড তৃতীয় টেস্টে (Gabba Test) প্রত্যাবর্তন করলেও ফের ছুটির সমস্যায় কাবু হয়েছেন তিনি। যদিও, অনুমান করা হচ্ছে যে তাঁর এই চোট তেমন সমস্যা করবে না।