বাংলাহান্ট ডেস্ক : কোনো গল্প শুরু হওয়া মানে তা কখনো না কখনো শেষ হবেই। কোন সিরিয়ালের (Serial) মেয়াদ কতদিনের তা নির্ভর করে মূলত টিআরপির উপরে। টিআরপি ভালো উঠলে বছরের পর বছর ধরে চলতে পারে। আবার নম্বরের অভাবে সময়ের ঢের আগে মাঝপথেই বন্ধ হতে পারে সিরিয়াল (Serial)।
একের পর এক সিরিয়াল (Serial) বন্ধের খবর
বর্তমানে বিভিন্ন চ্যানেলে একগুচ্ছ ধারাবাহিক (Serial) বন্ধের খবর শোনা যাচ্ছে। জি বাংলার অন্যতম পুরনো সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’ প্রায় শেষ হতে বসেছে। গুঞ্জন বলছে, একই চ্যানেলের ‘মালাবদল’ এর উপরেও পড়তে পারে কোপ। অন্যদিকে স্টার জলসারও বেশ কিছু সিরিয়াল শেষ হওয়া বা স্লট বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যতিক্রম নয় সান বাংলাও।
জলসার সিরিয়াল নিয়ে এল বড় খবর: নিম ফুলের টিআরপি কমলেও প্রায় একই সময়ে শুরু হওয়া ‘জগদ্ধাত্রী’ (Serial) কিন্তু এখনো ঝোড়ো ব্যাটিং করছে। সেরা পাঁচের লিস্টে জায়গা পাকা করে রেখেছে ব্লুজ প্রোডাকশনের এই মেগা। তবে এবার এল এক বড় খবর যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে। স্টার জলসার সবথেকে পুরনো সিরিয়াল (Serial) ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে এবার সামনে এল বড় খবর।
আরো পড়ুন : স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট এবার ভারতে! মাস্ক-মোদীর ৫৫ মিনিটের বৈঠকে হল কী কী আলোচনা?
অনেকদিন ধরে স্লটহারা সিরিয়াল: চ্যানেলের সবথেকে পুরনো সিরিয়াল (Serial) এটি। একটা সময়ে মাসের পর মাস ধরে বেঙ্গল টপার থাকলেও এখন সেসব সুদিন অতীত। দীর্ঘদিন হল স্লট হারিয়েছে অনুরাগের ছোঁয়া। টিআরপিও ওঠে নামমাত্র। তবুও টিমটিম করে চলছে ধারাবাহিক(Serial)। নতুন নতুন মোড় এসেই চলেছে গল্পধারাবাহিক সবই সার, কারণ দর্শক আগ্রহ হারিয়েছে। তিন বছর পর এবার বড় খবর এল অনুরাগের ছোঁয়া নিয়ে।
আরো পড়ুন : “মোদীই যা করার করবেন….”, বাংলাদেশ ইস্যুতে নমোর ওপরেই ভরসা ট্রাম্পের
না, অনুরাগের ছোঁয়া এখনই বন্ধ হচ্ছে না। তবে এই সিরিয়ালের (Serial) হিন্দি রিমেকটি শেষ হচ্ছে ইতিমধ্যেই। অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা দেখে স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছিল হিন্দি রিমেক ‘দিল কো তুমসে পেয়ার হুয়া’। কিন্তু অনুরাগের ছোঁয়ার মতো জনপ্রিয়তা পায়নি সিরিয়ালটি। তাই মাত্র সাত মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই হিন্দি ধারাবাহিকটি। গত ১১ ই ফেব্রুয়ারি শেষ শুটিং হয়ে গিয়েছে সিরিয়ালটির। চলতি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে দিল কো তুমসে পেয়ার হুয়া।