বড় ঝটকা খেল ভারত! সৌদি ও তুরস্কের এক চালে প্রশ্নের মুখে নয়াদিল্লি, আনন্দে লাফাচ্ছে পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই চলছে প্রস্তুতি। প্রচারে, আয়োজনে কোনও কিছুরই কোনো অভাব ছিল না। কিন্তু এবার এই জি-২০ সম্মেলন নিয়েই বেঁধে গেল গোলযোগ। কাশ্মীরে জি ২০ সম্মেলনের (G20 Summit) বিরোধিতা করল চিন (China)। শুধু তাই নয়, কাশ্মীরে আয়োজিত সম্মেলনে যোগ দেবে না বলে জানাল তারা। এদিকে তুরস্ক (Turkey) এবং সৌদি আরব (Saudi Arabia) সম্মেলনে নাম নথিভুক্তই করাল না।

এখানে চিনের আপত্তির কারণ পাকিস্তানে সঙ্গে তার সুসম্পর্ক বলেই মনে করছে কূটনৈতিক মহল। কাশ্মীর প্রশ্নে বরাবর পাকিস্তানের প্রতি নরম থেকেছে চিন। আবার কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তুরস্ক।

g 20

অপর দিকে সৌদি আরবের সঙ্গে এখনও পর্যন্ত সম্পর্ট টাল না খেলেও, বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য দুই দেশের মধ্যে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি করে। এছাড়া কাশ্মীর থেকে ধারা ৩৭০ অবলুপ্তির ক্ষেত্রেও ভারতের বিরোধিতা করেছিল সৌদি ও তুরস্ক। সেখান থেকেই তাদের আগামী জি ২০ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘জি ২০ সম্মেলনকে যে কোনও রূপে বিতর্কিত এলাকায় চেনে নিয়ে যাওয়ার বিরুদ্ধে চিন। এই ধরনে কোনও সম্মেলনে চিন যোগ দেবে না।’ এর পাল্টা জবাব দিয়েছে ভারত। দিল্লির তরফে জানানো হয়েছে, নিজের দেশের যে কোনও এলাকায় সম্মেলন আয়োজনের অধিকার রয়েছে ভারতের। চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।’

শ্রীনগরে আয়োজিত এই সম্মেলনে জি ২০ সম্মেলনে বিভিন্ন সদস্য দেশ থেকে ৬০ জন প্রতিনিধির উপস্থিত থাকার কথা। সবমিলিয়ে ১০০ জন হাইপ্রোফাইল অতিথির সমাগম ঘটবে। তার আগেই, চিন সম্মেলন থেকে নাম তুলে নিল। নাম নথিভুক্ত করাল না তুরস্ক এবং সৌদি আরব। যদিও ২২ মে পর্যন্ত নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। তাদের এই অবস্থানে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Sudipto

সম্পর্কিত খবর