বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) সহ রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা সরব। এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান অবস্থার কথা জানিয়ে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) উদ্দেশে বেশ কিছু বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ! প্রত্যেক মাসে যত টাকা দরকার, তার চেয়ে কম টাকা আসছে। এই অবস্থায় কিছুতেই অতিরিক্ত টাকা দিতে পারবেন না।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির আশায় জল!
জানা যাচ্ছে, ডিএ (DA), নয়া বেতন কমিশন সহ রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এই সকল দাবি জানাচ্ছেন তাঁরা। সম্প্রতি ধর্মঘটের হুঁশিয়ারি দেন সরকারি কর্মীরা। এরপরেই এই বিষয়ে মুখ খুললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্মচারী ইউনিয়ন যুদ্ধ ঘোষণা করেছে। আপনাদের লড়াই কি তেলেঙ্গানার মানুষের বিরুদ্ধে? জনগণের সরকার প্রত্যেক মাসের প্রথম দিনে সকলকে বেতন দিয়ে দেয়’। এরপরেই রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই পূর্ববর্তী বিআরএস সরকারকেও নিশানা করেন রেবন্ত (Revanth Reddy)।
আরও পড়ুনঃ সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলিবর্ষণ! অপারেশন সিঁদুরের পরেও শিক্ষা নেই পাকিস্তানের
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের দায়িত্ব পালনের জন্য প্রত্যেক মাসে ২২,৫০০ কোটি টাকা দরকার। তবে আমরা মাত্র ১৮,৫০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম। ‘আমায় টুকরো টুকরো করে কেটে দিলেও আমি মাসিক ১৮,৫০০ কোটির বেশি সংগ্রহ করতে পারব না’। এর মধ্যে কোন খাতে কত টাকা খরচ হয় সেই তথ্যও তুলে ধরেন তিনি।
এদিন নানান কর্মচারী ইউনিয়নের নেতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমায় বলুন, আমাদের কি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত? পেট্রোলের দাম ২০০ টাকা করে দেওয়া উচিত নাকি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ানো উচিত? ঋণ নিয়ে অথবা সামগ্রীর মূল্যবৃদ্ধি না করে সরকার আপনাদের দাবিদাওয়া মানতে পারবে না’।
উল্লেখ্য, ডিএ (Dearness Allowance) নিয়ে একাধিক রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টানাপড়েন চলছে। তেলেঙ্গানার নামও রয়েছে সেই তালিকায়। সেখানকার রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। এবার সেই নিয়েই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এই কঠিন সময়ে সরকারি কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।