টলমল উদ্ধব, পরিষদীয় দলনেতার পদে এবার একনাথ, প্রতিবাদে আদালতে ঠাকরে শিবির

বাংলাহান্ট ডেস্ক : বড় ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শিন্ডে-বিজেপি সরকারের আস্থা ভোটের একদিন আগেই বেহাল দশা ঠাকরে শিবিরের। রবিবার রাতেই পরিষদীয় দলনেতার (legislative party leader) পদ থেকে মহারাষ্ট্র বিধানসভার নবনিযুক্ত স্পিকার শিবসেনা বিধায়ক অজয় ​​চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। স্পিকার রাহুল নারভেকর তার কার্যালয় থেকে একটি বিজ্ঞাপ্তি জারি করেন। সেখানে একনাথ শিন্ডেকেই (Eknath Shinde) বিধান পরিষদীয় দলনেতা হিসাবে নিযুক্ত করা হয়।

এরই সাথে শিন্ডে শিবির থেকে ভারত গোগাওয়ালেকে শিবসেনার মুখ্য সচেতক হিসাবেও নিয়োগ করা হয়। এই পদ এতদিন সামলাচ্ছিলেন ঠাকরে শিবিরের সুনীল প্রভু। নতুন মুখ্য সচেতক নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাবে বলেও জানিয়েছে ঠাকরে গোষ্ঠী। শিবসেনার বিদ্রোহী বিধায়ক এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সম্বোধন করে এই চিঠিতে বলা হয়েছে মহারাষ্ট্র বিধান ভবন প্রশাসন ২২ জুন শিবসেনা বিধানসভা দলের নেতা হিসাবে শিন্ডেকে অপসারণের বিষয়ে আপত্তি জানিয়ে একটি চিঠি দেওয়া হয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। .

রবিবার রাতে স্পিকার রাহুল নারভেকরের অফিস থেকে জারি করা ওই চিঠিতে বলা হয় যে বিষয়টির বৈধতা নিয়ে আলোচনা করার পরে স্পিকার শিবসেনার বিধায়ক অজয় ​​চৌধুরীকে দলের বিধানসভা ইউনিট গ্রুপের নেতা হিসাবে নিয়োগকে বাতিল করা হচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিন্ডেকে হাউসের নেতা হিসাবে পুনর্বহাল করা হয়। এবং সুনীল প্রভুর পদে ভারত গোগাওয়ালেকে দলের প্রধান সচেতক হিসাবে নিয়োগের স্বীকৃতি দেওয়া হচ্ছে৷

উল্লেখ্য, বিগত প্রায় দু’সপ্তাহের নান রকম রাজনৈতিক টালবাহানার পর গত বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। প্রথম থেকেই নিজেকে ‘বালাসাহেবের সৈনিক’ হিসাবে আত্মপ্রকাশ ধকরার বার্তাও দিয়ে এসেছেন। তবে, উদ্ধব ঠাকরে বলেছেন, ‘শিন্ডে শিবসেনার মুখ্যমন্ত্রী নন।’ সেই মন্তব্যের পরও একনাথ যে ভাবে নিজেকে শিবসৈনিক হিসাবে পরিচয় দিচ্ছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর