টিভির পর্দা মাতাতে আবার হাজির সলমান খান বিগ বস সিজন ১৩ নিয়ে

বাংলা হান্ট ডেস্ক: টিভি পর্দায় বিগ বস সব চেয়ে জনপ্রিয় শো গুলোর মধ্যে একটি। ২০০৬ সালের এই শো টির ঝোলায় আছে মোট ১২ টি সিজন। টিভি পর্দায় হইচই ফেলতে ফের হাজির সলমান খান। সেপ্টেম্বরের শেষের দিকেই শুরু হতে চলেছে বিগ বস-এর ১৩তম সিজন। রবিবার রাতে একটি নতুন প্রমোর মাধ্যমে এই খবর জানিয়েছেন শো-এর হোস্ট সলমান খান।

https://www.instagram.com/p/B2byBgCgp2V/?utm_source=ig_web_copy_link

সিজন ১২ এর বিজেতা ছিলেন দীপিকা কাকর। এই সিজনেও নতুন চমক নিয়ে আসবেন ভাইজান। প্রমোতে সলমান খানকে শেফ-এর পো XCশাকে দেখা যাচ্ছে। খিচুড়ি ও রায়তা বানাতে সিবিসিএন বানাতে হালকা হদিশ দিচ্ছেন এবার বিগ বসের বাড়িতে প্রতিযোগীরা কী কী সমস্যা তৈরি করতে পারেন। তবে এবার আর দীর্ঘ সময় ধরে চলবে না বিগ বস। চ্যানেল ও নির্মাতাদের তরফে আগেই জানানো হয়েছিল, এবছর শো শুরু হওয়ার চার সপ্তাহের মাথায় হবে সিজন ফিনালে। প্রোমোয় সলমান অবশ্য আশ্বস্ত করে বলেছেন, সময় কম হলেও সিজনের স্বাদ বদলাবে না… একই থাকবে দর্শকদের জন্যে।

https://www.instagram.com/p/B2WvL5iDFVw/?utm_source=ig_web_copy_link

২৯ সেপ্টেম্বর রাত ৯টা থেকে শুরু হবে বিগ বস সিজন ১৩। সোমবার থেকে শুক্রবার রাত ১০.৩০ সম্প্রচারিত হবে এপিসোডগুলি। ভুটেও দেখা যাবে সিজন ১৩।

সম্পর্কিত খবর