বড় খবর! কেঁপে উঠল বাংলা, রাজ্যে ফের ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা…

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে আবারও ভূমিকম্প (Earthquake)! এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। বুধবার সকাল ১০:৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৩.৬। শিলিগুড়িতেও (Siliguri) কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

আলিপুরদুয়ার ছাড়াও অসমেও (Assam) ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাজ্যের হাইলাকান্দিতে কম্পন অনুভূত হয়েছে। সেখানে এদিন সকাল ১০টা ৫৯ মিনিটে ৪.১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে।

   

 

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে (West Bengal) ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎস স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পে নেপালে (Nepal Earthquake) ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ।

বুধবার ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বারবার এই ধরনের ভূমিকম্পে রীতিমতো শঙ্কিত সকলেই। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কারণ, হিমালয়ের (Himalaya) নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ শুরু হয়েছে। টেকটনিক প্লেটদের সংসারে লাগাতার অশান্তির কারণে দিল্লি বা উত্তর-পশ্চিম ভারত শুধু নয়, গোটা দেশেই ভয়ানক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর