চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর! রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। জানিয়ে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) তরফে শিক্ষক নিয়োগের পক্রিয়া শুরু করা হয়েছে। কমিশনের মাধ্যমে শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

রাজ্যজুড়ে মাদ্রাসায় মোট ১,৭২৯ জন শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষার (প্রধান পরীক্ষা) পাশাপাশি থাকবে ১০ নম্বরের ইন্টারভিউ। ইতিমধ্যেই গেজেট প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে রাজ্যের মাদ্রাসা স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। ফলে স্কুলের ছাত্র-ছাত্রী সহ স্কুল কর্তৃপক্ষকেও সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্যে মোট ৬১৪টি সরকারি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বিগত কয়েক বছর বহু শিক্ষক অবসর নিয়েছেন, পাশাপাশি কেউ কেউ আবার অন্যত্র বদলিও হয়ে গিয়েছেন। সবমিলিয়ে বহু সংখ্যক খালি পদ তৈরি হয়েছে।

wbmsc

মাদ্রাসা সার্ভিস কমিশন এর দ্বারা এবার সেই শূণ্য পদ গুলিতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ১৭২৯ জন সহকারী শিক্ষকের নিয়োগ হবে। প্রসঙ্গত, একদিকে গতবছর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ধুন্ধুমার রাজ্য। এই আবহে নতুন করে নিয়োগের ব্যাপারে বাড়তি সতর্কতা পালন করছে প্ৰশাসন।

https://wbmsc.com/

https://wbmsc.com/2023/Notice_7th_ SLST_AT_2023.Pdf

জানিয়ে রাখি, ১২.০৫.২৩ থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা করার পক্রিয়া।
শেষ তারিখ ১২.০৬.২৩।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর