পড়ুয়াদের দাবি মেনেই বড় বদল, কলেজে ভর্তির পোর্টালে জুড়ছে এই বিশেষ ‘সুবিধা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের কলেজে ভর্তির (College Admission) প্রক্রিয়া আরো সহজ করতে বড় পরিবর্তন আনা হতে চলেছে পোর্টালে। পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সেন্ট্রালাইজড অ্যাডমিশন (College Admission) পোর্টালে যুক্ত করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট। এতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে।

কলেজে ভর্তির (College Admission) প্রক্রিয়া হতে চলেছে আরো সহজ

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত বছর বিভিন্ন কলেজ এবং সাবজেক্ট কম্বিনেশন নির্বাচন করার সময় সমস্যা হওয়ার অভিযোগ করেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই প্রেক্ষিতেই এবার পড়ুয়াদের সমস্যা কমাতে ভর্তির প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পড়ুয়াদের জন্য ভর্তির (College Admission) প্রক্রিয়া আরো সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে।

Big change coming in college admission portal

বড় পরিবর্তন আসছে পোর্টালে: সূত্রের খবর অনুযায়ী, কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করলে চ্যাটবটের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। এর ফলে কারোর সাহায্য ছাড়া পড়ুয়ারা নিজেরাই ফর্ম ফিলাপ করতে পারবেন। যদি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় সার্বিক ভাবে কেন্দ্রীয় পোর্টালে (College Admission) তেমন কিছু পরিবর্তন করা হচ্ছে না। সূত্রের খবর, উচ্চশিক্ষা দফতরের ওই আধিকারিকের কথায়, গত বছর যে কেন্দ্রীয় পোর্টাল তৈরি করা হয়েছিল তাতে বিশেষ কিছু পরিবর্তন করা হচ্ছে না। শুধু পড়ুয়ারা যাতে সহজে ফর্ম ফিল আপ করতে পারেন সেকথা মাথায় রেখেই কিছু পরিবর্তন করা হচ্ছে পোর্টালে।

আরো পড়ুন : বিচারপতিদের সামনেই বিয়ের প্রস্তাব ‘নির্যাতিতাকে’, বেনজির ঘটনায় ধর্ষণের সাজা স্থগিত যুবকের!

কবে থেকে খুলবে পোর্টাল: প্রসঙ্গত, ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, সিআইএসসি এর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসি এবং সিবিএসই এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হয়ে গিয়েছে। এমতাবস্থায় কলেজে ভর্তির (College Admission) জন্য কেন্দ্রীয় পোর্টাল কবে থেকে খুলে দেওয়া হবে তার অপেক্ষাতেই রয়েছেন পড়ুয়ারা।

আরো পড়ুন : অতীতের পুনরাবৃত্তি, ইউনূসের বিরুদ্ধে রাজপথ দখল পড়ুয়াদের! ফের পালাবদল বাংলাদেশে?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পোর্টালের আওতায় ৪৬০ টি কলেজ রয়েছে। নয় লক্ষেরও বেশি আসন এবং ৭ হাজারেরও বেশি কোর্স রয়েছে। কেন্দ্রীয় পোর্টালে যদি এবার চ্যাটবট যুক্ত করা হয় তবে তা পড়ুয়াদের সহযোগী হবে বলেই মনে করছেন আধিকারিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্য সরকারের ছাড়পত্রও মিলবে বলে মনে করা হচ্ছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X