বাংলা হান্ট ডেস্ক: বিশ্ববাজারে ফের অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ৮৬ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিকে, বুধবার সকালে সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) যে দাম প্রকাশ করেছে, তাতে অবশ্য এই দাম বৃদ্ধির প্রভাব পড়েনি। বরং আজ একাধিক শহরে দাম কমেছে।
সরকারি তেল সংস্থাগুলির মতে, নয়ডায় পেট্রোলের দাম ১১ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, সেখানে ডিজেলও ১১ পয়সা কমে গিয়ে প্রতি লিটারে ৮৯.৯২ টাকা লিটার হয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোলের দাম ১৫ পয়সা কমে ৯৬.৪২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ১৪ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৮২ টাকা হয়েছে। বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম ১১ পয়সা কমে ১০৭.৪৮ টাকা লিটারে দাঁড়িয়েছে এবং ডিজেলের দাম ১০ পয়সা কমে হয়েছে ৯৪.২৬ টাকা।
এদিকে, অপরিশোধিত তেলের কথা বললে, গত ২৪ ঘন্টায় এই দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫.৮০ ডলারে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, বিশ্ব বাজারে WTI-এর হার ব্যারেল প্রতি ৮২.৮০ ডলারে দাঁড়িয়েছে।
মহানগরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম:
১. দিল্লিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৫.৬৫ টাকা এবং ৮৯.৮২ টাকায়।
২. মুম্বইতে ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৪.২৭ টাকা।
৩. চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.৬৩ টাকায় এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৯৪.২৪ টাকায়।
৪. কলকাতায় পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।
প্রতিদিন সকাল ৬ টায় নতুন দাম প্রকাশিত হয়: জানিয়ে রাখি যে, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশিত হয়। পেট্রোল এবং ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য বিষয়গুলি যুক্ত করার পরে এগুলির দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর এই কারণেই পেট্রোল এবং ডিজেলের দাম বর্তমানে এতটা বৃদ্ধি পেয়েছে।