এঁটেই ওঠা যাচ্ছে না প্রতিপক্ষের সঙ্গে, টিআরপি তলানিতে ঠেকায় ‘সাহেবের চিঠি’ ছেড়ে বেরিয়ে গেল গুরুত্বপূর্ণ সদস‍্য

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালে (Bengali Serial) টিআরপিই শেষ কথা। দর্শকদের পছন্দ অপছন্দ প্রকাশ পায় সাপ্তাহিক টিআরপি তালিকায়। যে সিরিয়ালের টিআরপি বেশি সেই সিরিয়াল থাকে প্রাইম টাইম স্লটে। আর যে সিরিয়ালের টিআরপি কম তাদের পাঠানো হয় রাতের দিকে নয়তো দুপুরের দিকের স্লটগুলিতে। তারপর এক সময়ে নতুনদের ভিড়ে হারিয়েই যায় সেইসব সিরিয়াল।

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নিত‍্যনতুন সিরিয়াল আনতেই থাকে প্রতিটি চ‍্যানেল। তবে প্রধান প্রতিপক্ষ দুটি চ‍্যানেলের মধ‍্যেই চলে মূল টিআরপির লড়াই। জি বাংলাকে এঁটে উঠতে সদ‍্য বেশ কয়েকটি নতুন মেগা নিয়ে এসেছে স্টার জলসা, যাদের মধ‍্যে অন‍্যতম নাম ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)।

Saheber Chithi Moment
সিরিয়ালটির প্রোমো প্রকাশ‍্যে আসার আগে থেকেই উত্তেজনা ছিল দর্শক মহলে। কারণ এই সিরিয়ালের মাধ‍্যমেই নতুন রূপে ফিরেছেন ‘চারু’ দেবচন্দ্রিমা সিংহ রায় এব‌ং ‘শঙ্খ’ প্রতীক সেন। সন্ধ‍্যা সাড়ে ছটার স্লটে রাখা হয়েছে এই সিরিয়ালকে।

ওই স্লটে আগে দেখা যেত অন‍্য একটি নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’কে। প্রোমোতে প্রত‍্যাশা বাড়িয়েও টিআরপি তুলতে ব‍্যর্থ হয়েছিল ওই সিরিয়াল। তাই শুরু হওয়ার কিছুদিন পরেই সন্ধ‍্যের স্লট থেকে সরিয়ে রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হয় বৌমা একঘরকে।

সাড়ে ছটায় জায়গা দখল করে সাহেবের চিঠি। কিন্তু টিআরপি তালিকা প্রকাশ‍্যে আসতেই মাথায় হাত চ‍্যানেল কর্তৃপক্ষের। তুরুপের তাস আদৌ কাজেই লাগেনি। একেবরেই টিআরপি তুলতে পারেনি দেবচন্দ্রিমা প্রতীকের কামব‍্যাক মেগা। অন‍্যদিকে প্রতিপক্ষ চ‍্যানেল সপ্তাহের পর সপ্তাহ ধরে হচ্ছে স্লট লিডার।

সূত্রের খবর, টিআরপিতে বদল আনতে সিরিয়ালের টিমেও বদল আনা হয়েছে। অত‍্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস‍্য বেরিয়ে গিয়েছেন সিরিয়াল ছেড়ে। পুরনো পরিচালকের বদলে নাকি নতুন পরিচালক আনা হয়েছে সাহেবের চিঠিতে। এরপরেও টিআরপি না বাড়লে সন্ধ‍্যার স্লটটিও হারানোর আশঙ্কা থাকছে সাহেবের চিঠির।


Niranjana Nag

সম্পর্কিত খবর