বাংলাহান্ট ডেস্ক : ট্রাফিক আইনের (Traffic Rules) ক্ষেত্রে এবার ব্যবস্থায় আনা হচ্ছে আরো কড়াকড়ি। রাস্তায় যাতে সকলে ট্রাফিক আইন (Traffic Rules) সঠিকভাবে মেনে চলেন তার জন্য নিয়মে কিছু বড় বদল আসতে চলেছে। এখন থেকে আর চালানে নয়, বরং অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে জরিমানা। অনাদায়ে বড়সড় বিপাকেও পড়তে হতে পারে।
বদলে যাচ্ছে ট্রাফিক আইনের (Traffic Rules) নিয়ম
এতদিন ট্রাফিক আইন (Traffic Rules) ভাঙলেই কাটা হত চালান। দিতে হত নির্দিষ্ট অঙ্কের জরিমানা। কিন্তু এবার কাগজের চালানের মাধ্যমে জরিমানা দেওয়ার বিষয়টিই উঠিয়ে নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। তার বদলে অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রাস্তায় ট্রাফিক পুলিশ বা মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিকরা ট্রাফিক আইন (Traffic Rules) ভাঙার ক্ষেত্রে জরিমানা আদায় করবেন।
কবে থেকে চালু নতুন নিয়ম: জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তর তথ্যপ্রযুক্তি দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে চালু করতে চলেছে এই নতুন পোর্টাল। এই পোর্টালে জমা হওয়া জরিমানার অর্থ সরাসরি যাবে রাজ্য সরকারের কোষাগারে। আগামী ১ লা জুন থেকেই এই নতুন ব্যবস্থা (Traffic Rules) চালু হয়ে যাবে। জরিমানা অনাদায়ে থাকছে বড় শাস্তিও।
আরো পড়ুন : ‘দাদাগিরি’ বন্ধ হবে আমেরিকার, ট্রাম্পকে উচিত জবাব দিতে পালটা শুল্কাঘাত ভারতের
সমস্যায় পরিবহন ব্যবসায়ীরা: পোর্টাল সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, কোনো গাড়ির জরিমানা যদি বকেয়া থেকে যায় তবে গাড়ির মালিক দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র, গাড়ির সিএফ থেকে গাড়ির নাম পরিবর্তন কোনো পরিষেবার আবেদন করতে পারবেন না। জরিমানার (Traffic Rules) টাকা মেটানোর পরেই এই ধরণের পরিষেবার জন্য আবেদন করা যাবে বলে। আর এতেই সমস্যায় পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা।
আরো পড়ুন : ‘সন্দেহজনক’ কার্যকলাপে জড়িত? উত্তেজক পরিস্থিতির মাঝেই দিল্লিতে সরানো হল পাকিস্তানি কর্মীকে
বাস, ট্রাক সংগঠনের মালিকদের দাবি, অনেক সময়ই জরিমানা প্রত্যেক সময় দেওয়া হয় না। একবারে মেটান তারা। অনেক ছাড়ও পাওয়া যায় সেক্ষেত্রে। কিন্তু নয়া নির্দেশিকা অনুযায়ী যদি জরিমানা না মেটানো হয় তবে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত ছাড়পত্র, সিএফ পাওয়া যাবে না। তাহলে রাস্তায় গাড়ি নামানোই দায় হয়ে দাঁড়াবে। এই মর্মে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরের তরফে রাজ্যের পরিবহন সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। আরটিও সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয় সেই অনুরোধ জানানো হয়েছে।